ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গবেষণার সময় ল্যাবে বিস্ফোরণের (Accident At NIT Durgapur) ফলে গুরুতর আহত হয়েছিলেন দুর্গাপুর এনআইটির এক অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। তিনি এনআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। বিস্ফোরণের ফলে মারাত্মকভাবে দগ্ধ হয়ে গিয়েছিলেন অধ্যাপক। আজ সোমবার দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান।
গবেষণার সময় বিস্ফোরণ ঘটে (Accident At NIT Durgapur)
গত মঙ্গলবার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (National Institute of Technology, Durgapur) ল্যাবে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক এবং এক ছাত্র। দু’জনকেই দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পড়ুয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও অধ্যাপককে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, দেহের প্রায় ৯০ শতাংশ ঝলসে যাওয়ায় প্রাণ সংশয় রয়েছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন (Accident At NIT Durgapur)
সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে। খবর পৌঁছতেই এনআইটি ক্যাম্পাসে (NIT Campus) শোকের ছায়া। দুর্ঘটনার দিন ফাইনাল ইয়ারের পড়ুয়া দেবব্রত হেমব্রম বলেছিলেন, “ল্যাবের বাইরে গবেষণা চলছিল । তখনই দুর্ঘটনা ঘটে ।” এদিকে দুর্ঘটনার পর থেকেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ুয়া ও অধ্যাপকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে (Accident At NIT Durgapur)। অধ্যাপকের মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানান, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তিনি অধ্যাপকের পরিবার থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: Governor hospitalized: অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
প্রায় ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল
দুর্গাপুর এনআইটি’র মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রীকৃষ্ণ রায় ঘটনা সম্পর্কে বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা । সম্পূর্ণ এনআইটি পরিবার শোকাহত এবং মর্মাহত । আমরা অধ্যাপকের পরিবারের পাশে আছি । এরপর তার পরিবারের জন্য কী কী করণীয়, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলছে। ” তিনি আরও বলে, ‘‘অধ্যাপকের শরীরের প্রায় ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল। অনেক চেষ্টা করেছেন চিকিৎসকেরা। কিন্তু বাঁচানো যায়নি ইন্দ্রজিৎবাবুকে। আমরা শোকস্তব্ধ। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’’