Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুণেতে (Pune Bus Incident) সরকারি বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় অবশেষে অভিযুক্তের নাগাল পেল পুলিশ। শুক্রবার সকালে মহারাষ্ট্রের শিরুর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একটি বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন অভিযুক্ত। গোপন ডেরা থেকে বেরোতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ড্রোনের মাধ্যমে নজরদারি (Pune Bus Incident)
পুলিশের (Pune Bus Incident) ১৩টি দল তৈরি করে অভিযুক্তের খোঁজ চালানো হয়েছিল। আনা হয় স্নিফার ডগও। এমনকি তাঁর বাড়ির কাছের আখখেতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। শিরুর এলাকার একটি খামারে অভিযুক্ত লুকিয়ে রয়েছেন, এমন খবর পেয়েই এলাকাটি চার দিক থেকে ঘিরে ফেলে পুলিশ। গোপন ডেরা থেকে বেরোতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: Pune Bus Incident: পুনেতে থানার মাত্র ১০০ মিটার দূরে বাসে মহিলাকে ধর্ষণ
পরিচয় গোপনের উদ্দেশ্যে মাস্ক (Pune Bus Incident)
পুলিশ জানতে পেরেছে, ধর্ষণের ঘটনা মঙ্গলবার সকাল পৌনে ৬টা থেকে ৬টার মধ্যে হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, মুখে মাস্ক পরে বাস থেকে নামছেন তিনি। পরিচয় গোপনের উদ্দেশ্যেই তিনি মাস্ক পরেছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা। এর আগে পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ঘটনার পর পুণে থেকে পালানোর জন্য একটি সব্জিবোঝাই ট্রাকে উঠেছিলেন অভিযুক্ত। সেখান থেকে পালিয়ে নিজের গ্রামে চলে আসেন। তার পর প্রমাণ লোপাট করার জন্য জামা, জুতো বদলে ফেলেন। অবশেষে গ্রেফতার করা হয়েছে তাকে। উপযুক্ত শাস্তি হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।