রাত জেগেও দৃশ্যত অক্লান্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা

যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ ফিয়ার্স লেন ও বিবি গাঙ্গুলী স্ট্রিটের ওপর ট্রাম লাইনে বসে আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই বলেন আন্দোলনকারী চিকিৎসকরা। জানুন বিস্তারিত...

রাত জেগেও দৃশ্যত অক্লান্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গানে-স্লোগানে রাজপথে রাত জাগলেন চিকিৎসকরা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটানা ধরনায় ডাক্তাররা। সোমবার রাতভর ধরনার পর মঙ্গলবার সকালেও রাস্তাতেই বসে তাঁরা। দাবি, একটাই, হয় লালবাজার যেতে দিতে হবে বা সিপিকে এসে কথা বলতে হবে।

রাত পেরিয়ে সকালেও অবস্থানে অনর ডাক্তাররা। সোমবার নির্ঘুম রাত কাটানোর পরও তরতাজা মন আর লৌহকঠিন প্রতিজ্ঞা নিয়ে মঙ্গলবার সকালেও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা। লালবাজারের অদূরে ফিয়ার্স লেনে অবস্থান বিক্ষোভে অনড় তাঁরা। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে লালবাজার থেকে কিছুটা দূরে বিবি গাঙ্গুলী স্ট্রিটে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি একটাই – কলকাতা পুলিশ কমিশনারকে তাঁদের সঙ্গে দেখা করতে হবে। নচেৎ ওই পদ থেকে ইস্তফা দিতে হবে। যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ ফিয়ার্স লেন ও বিবি গাঙ্গুলী স্ট্রিটের ওপর ট্রাম লাইনে বসে আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই বলেন আন্দোলনকারী চিকিৎসকরা। 

আরও পড়ুন: https://tribetv.in/CBI-arrests-RG-Kar-hospital-former-Principal-Sandip-Ghosh-in-Corruption-Case 

সোমবার ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর ২টো। কলেজ স্কোয়ারে শুরু হয় জমায়েত। আড়াইটে নাগাদ হাতে গোলাপ ফুল ও রজনীগন্ধার মালা নিয়ে শুরু হয় মিছিল। আরজি করের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, প্রতীকী মেরুদণ্ড নিয়ে অভিনব উদ্যোগে লালবাজার অভিযান শুরু করে জুনিয়র চিকিৎসকরা। কিন্তু লালবাজার পৌঁছনোর আধ কিলোমিটার দূরেই পুলিশি প্রহরা আটকে দেয় তাঁদের। তখনই বিবি গাঙ্গুলী স্ট্রিটে ট্রাম লাইনে বসে পড়ে চিকিৎসকরা। রাত পেরিয়ে সকাল হয়েছে। লালবাজারে পুলিশের সদর দফতর থেকে আধ কিলোমিটার দূরে ফিয়ার্স লেনে এখনও অবস্থান চলছে জুনিয়র ডাক্তারদের। রাত জেগেও দৃশ্যত অক্লান্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। রোদ উপেক্ষা করেই রাজপথে বসে রয়েছেন তাঁরা। রোদ থেকে বাঁচতে বিক্ষোভস্থলে টাঙানো হয়েছে ত্রিপল। 

আরও পড়ুন: https://tribetv.in/Due-to-urge-of-justice--WEST-BENGAL-JUNIOR-DOCTORS-FRONT-show-protest-Infront-of-kolkata-police-headquarter

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ফের একবার অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে। চিকিৎসক কিঞ্জল নন্দ-সহ বাকি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। অনুরোধ করেন রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, একটি প্রতিনিধি দল যাতে সেখান থেকেই স্মারকলিপি লালবাজারে জমা দিয়ে আসে, সে কথাও বলেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার। কিন্তু চিকিৎসকরা নিজেদের দাবিতে অনড়। দাবি পূরণের লক্ষ্যে অবস্থান যে দীর্ঘায়িত হতে চলেছে, সেই আভাস মিলেছে। আন্দোলনকারীরা বলে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা পিছু হটবেন না।

ব্যারিকেডের এক প্রান্তে যখন রাত জেগেছেন আন্দোলনকারীরা, তখন অপর প্রান্ত থেকে নজর রেখে গিয়েছেন পুলিশকর্মীরাও। এখন দেখার পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি তাদের সঙ্গে দেখা করবেন? নাকি মেডিকেলের ছাত্রদের দাবি মেনে নিয়ে পুলিশ কমিশনার পদত্যাগ করবেন। সর্বশেষ জয় কার হয় সেটায় দেখার!