ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ফাহিম মির্জা (Fahim Mirza)। একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। হঠাৎই দেখা যায় একহাতে প্লাস্টার ও বিষন্ন মুখে হসপিটালের বেডে বসে রয়েছেন। আর এ ছবি কোন ধারাবাহিকের দৃশ্য নয়। অভিনেতা গুরুতর চোট পেয়েছেন। কীভাবে আঘাত পেলেন অভিনেতা? ঠিক কী হয়েছে তাঁর? তিনি এখন কেমন আছেন?
খেলতে গিয়ে আঘাত (Fahim Mirza)
ফাহিম মির্জা (Fahim Mirza) একজন জনপ্রিয় অভিনেতা। অভিনয় তাঁর পেশা। তবে পাশাপাশি তিনি ক্রিকেট খেলতেও ভালবাসেন। তিনি ব্যাট করতে গিয়েই হাতে গুরুতর চোট পান। তাতেও তিনি খেলা বন্ধ করেননি, খেলা শেষ হলে বাড়ি ফেরেন। হাতের ব্যথার জন্য ব্যথার ওষুধ খেয়েছিলেন। এমনকি ওই অবস্থায় পরের দিন শুটিংও করেছেন তিনি।
অস্ত্রোপচার (Fahim Mirza)
ফাহিম মির্জা (Fahim Mirza) হাতের ব্যথা না কমায় ফিজওথেরাপি করাতে যান। প্রশিক্ষক তাঁকে জানায়, আঘাত লাগা জায়গার পরিবর্তন হয়েছে। তাই তিনি চিকিৎসকের পরামর্শ নেন, আর সেখানেই জানতে পারেন তাঁর ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এমনকি আঘাত এতটা গুরুতর যে অস্ত্রোপ্চার ছাড়া ঠিক হওয়া সম্ভব নয়। শহরের এক নার্সিংহোমে তিনি অস্ত্রোপ্চার করান।
আরও পড়ুন: Shakib Khan: ইধিকা মিমি অতীত, শাকিবের ছবিতে টলিউডের নতুন নায়িকা!
বিশ্রামে থাকা
অস্ত্রোপচারের পর অভিনেতা অনেকটাই সুস্থ আছেন। হাতে ব্যাথা রয়েছে। অনেকগুলি সেলাই পড়েছে। যেহেতু ডান হাতে আঘাত পেয়েছিলেন তাই তাঁর এক হাতে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, বলে জানান ফাহিম। অভিনেতার কথায়, চিকিৎসক তাঁকে একমাস বিশ্রাম নিতে বলেছেন তবে সেটা তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তবে অসুস্থতার জন্য তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন। বৃহস্পতিবার তিনি আবার চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসক অনুমতি দিলে তিনি আবার কাজে ফিরবেন।
আরও পড়ুন: Rashmika-Vijay: রশ্মিকাকে নিয়ে সমস্যা, মুখোশের আড়ালে বিজয় দেবরকোন্ডা!
গল্প বদল
অভিনেতা ফাহিম মির্জা (Fahim Mirza) বর্তমানে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন। তিনি এক সৎ রাজনীতিবিদের চরিত্রে রয়েছেন। শোনা যাচ্ছে, তাঁর হাতে আঘাত লাগার কারণে ধারাবাহিকের গল্প পরিবর্তন হতে পারে। যাতে তিনি হাতে স্লিং ব্যাগ ঝুলিয়ে কাজ করতে পারেন। যেহেতু অভিনয় তাঁর পেশা ও ভালোলাগার বিষয়, তাই তিনি বেশিদিন অভিনয় থেকে বিরতি নিয়ে থাকতে পারবেন না। চিকিৎসক অনুমতি দিলেই তিনি শুক্রবার থেকে আবার নিয়মিত কাজে ফিরবেন। তাঁর অনুরাগীরাও শীঘ্রই তাঁকে ধারাবাহিকে দেখার অপেক্ষায় রয়েছেন। অভিনেতা ফাহিম ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয়ের না করলেও, তাঁর চরিত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ থাকে। যার জন্য তিনি দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন।