ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহালয়ার সকালে অন্যরূপে দিতিপ্রিয়া। মহালয়ার দিন সকালে অন্যরূপে ধরা দিলেন অভিনেত্রীর দিতিপ্রিয়া রায়। এবারের মা দুর্গা নয় তিনি ফটোগ্রাফার হিসেবে গেলেন প্রতিমা গড়ার ছবি তুলতে। হাতে রয়েছে তার ডিএসএলআর ক্যামেরা। আর পরনে রয়েছে সাধারণ জামাকাপড়। একদম সাধারণ লুকে অভিনেত্রীকে লাগছে অপূর্ব। অভিনেত্রীর পরনে রয়েছে লাল চেকের জামা। চেহারায় মেকআপ নেই বললেই চলে অভিনেত্রীর।
এবারে মহালয়ার দিনের সকালবেলাটা ঠিক অন্যরকমভাবে কেটেছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। তিনি তার সমাজ মাধমে পোস্ট করেছেন প্রতিটি ছবি। ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে কোনও ফটোশুটের অংশ। প্রতিটি ফটোই ভীষণ সুন্দর। যা এক নজরেই দর্শকদের মন জয় করে নিয়েছে। দিতিপ্রিয়া ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করা মাত্রই দর্শকেরা করেছেন প্রশংসা এবং হয়েছে বহু শেয়ার।
এইবারে দিতিপ্রিয়া রায়কে দুর্গা হিসেবে দেখা যায়নি। তাই কী তিনি নিজের এই অন্যরকম ফটোশুটের ছবি মহালয়া তুলে ধরলেন তার সমাজ মাধ্যমে? তাকে দুর্গার রূপে না দেখতে পেয়ে তার দর্শকদের মন খারাপ যেই টুকু হয়েছিল,এই ছবিগুলি তার দর্শকদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ছবিগুলি পোস্টের সময় তিনি তার সামাজিক মাধ্যমে ক্যাপশন দিয়েছেন ‘জাগো উমা’ | স্পষ্ট তো বোঝাই যাচ্ছে এই ক্যাপশন এর মধ্যে দিয়ে তিনি মাতৃপক্ষের সূচনার দিনটি বেশ ভালোভাবে যাপন করছেন।