ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খুনের চেষ্টার অভিযোগে আটক বাংলাদেশ ও টলিউডের পরিচিত মুখ নুসরত ফারিয়া। রবিবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে তাঁকে আটক করে বাংলাদেশ পুলিশ (Nusraat Faria detained)। জানা গেছে, অভিনেত্রী সেই সময় থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট থেকেই তাঁকে আটক করা হয়।
কী অভিযোগ নুসরতের বিরুদ্ধে? (Nusraat Faria detained)
ঢাকার ভাটারা থানায় নুসরতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছিল। অভিযোগ, ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময়ে নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। তদন্তে তার নাম উঠে আসায় তাঁর নামে মামলা রুজু করে পুলিশ। সেই মামলার ভিত্তিতেই আজ তাঁকে আটক করা হয়।
আরও পড়ুন: Raghu Dakat: গভীর জঙ্গলে কী করছেন দেব-ইধিকা? ফাঁস রঘু ডাকাতের দৃশ্য!
প্রথমে তাঁকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়, পরে ঢাকার গোয়েন্দা পুলিশের (DB) সদর দফতরে স্থানান্তর করা হয় তাঁকে। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ, এমনটাও সূত্রের খবর।
অভিনয়জগতে নুসরতের যাত্রা (Nusraat Faria detained)
২০১৫ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন নুসরত ফারিয়া। এরপর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি (Nusraat Faria detained)। বিশেষ করে টলিউডে ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ ও ‘আবার বিবাহ অভিযান’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন: Darshoo: টলি তারকাদের হাত ধরে হাজির ‘দরশু’ ! ওটিটি প্ল্যাটফর্মে জোর টক্কর?
জিৎ-এর সঙ্গে তাঁর রসায়ন নিয়ে দর্শক মহলে নানা সময় আলোচনাও হয়েছে। সম্প্রতি তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে তৈরি ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
দুই বাংলার মধ্যে নুসরতের যাতায়াত (Nusraat Faria detained)
নুসরত ফারিয়া টলিউডেও পরিচিত মুখ। পরিচালক অতনু রায়চৌধুরীর আসন্ন ছবি ‘প্রতীক্ষা’-তে দেবের বিপরীতে অভিনয়ের কথা উঠলেও, পরে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত সমস্যা এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে তাঁর নাম বাদ দেওয়া হয়।