ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চুপি চুপি কি বিয়ের পিঁড়িতে বসে গেলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু? সামাজিক মাধ্যমে ১৮ তারিখ রাত্রে হঠাৎ তার পোস্ট তিনি একটি হলুদের গামলায় বসে আছেন। আশেপাশের সব পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে তাঁর গায়ে হলুদ চলছে, সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর পরনে রয়েছে একটি সাদা রঙের লেহেঙ্গা শাড়ি। যাতে ছোঁয়া রয়েছে দক্ষিণী কাজের।
এর সাথে অভিনেত্রী পড়ে আছেন ফুলের গয়না। চারদিক থেকে তার ওপর বর্ষিত হচ্ছে হলুদ ফুল। তিনি চুপচাপ হলুদদের গামলার ভেতর বসে আছেন। একদম নতুন কনের মতন করে। যখন টলিপাড়া একাধিক সম্পর্ক গড়ার গুঞ্জন হচ্ছে। তখন সৌমিতৃষার এরকম একটি পোস্ট। সৌমিতৃষা কি চুপি চুপি বিয়ে সাড়লেন? হঠাৎ হবু কনের বেশে সৌমিতৃষা কেন ছবি পোস্ট করলেন?
আরও পড়ুন: দিওয়ালিতে ভরপুর বিনোদন, আসছে ‘সুরজ পে মঙ্গল’
শীঘ্রই হইচইয়ের পর্দায় পেতে চলেছে ‘কাল রাত্রি’ নামক ওয়েব সিরিজটি। এই সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এই সিরিজটি খুব শীঘ্রই হইচই এর পর্দায় মুক্তি পেতে চলেছে। এই সিরিজটির শ্যুটিং বর্তমানে শেষ হয়ে গেছে। পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষের পথে। ইতিমধ্যে এই সিরিজ এর কিছু কিছু ঝলক সামাজিক মাধ্যমে মুক্তি পেয়েছে। সেই ঝলকের একাংশে দেখা যাচ্ছে সৌমিতৃষার গায়ে হলুদ হচ্ছে।
সেই গায়ে হলুদের মুহূর্তের কিছু ছবি অভিনেত্রী নিজের ফোনে বন্দী করে রেখেছিলেন এবং যখন এই গায়ে হলুদের দৃশ্যের ঝলকটি মুক্তি পায় তখন তিনি তার সামাজিক মাধ্যমে সেই ছবি গুলোই শেয়ার করেছেন।