ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ সম্পত্তি (Adhir Ranjan Chowdhury) নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি সভা থেকে প্রশ্ন তোলেন অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি রয়েছে, তার তালিকা তৈরি করার দাবি জানালেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। পাশাপাশি, সেই মর্মে শ্বেতপত্র প্রকাশ করার দাবিও জানান তিনি।
কেন্দ্র এবং রাজ্যকে একযোগে আক্রমণ (Adhir Ranjan Chowdhury)
সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বহরমপুরের সভা থেকে কেন্দ্র এবং রাজ্যকে একযোগে আক্রমণ করেন অধীর (Adhir Ranjan Chowdhury)। তাঁর মুখে যেমন শোনা গিয়েছে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা, তেমনই ওয়াকফ আইন নিয়ে রাজ্য বিধানসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বহরমপুরে প্রাক্তন সাংসদ। আগামী সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে যাবেন। তার আগে বহরমপুরের সভা থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে রাখলেন অধীর।
‘নবাবি সম্পত্তি রক্ষা করতে হবে’ (Adhir Ranjan Chowdhury)
সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কেন্দ্র ও রাজ্য—দু’পক্ষকেই একযোগে আক্রমণ করেন অধীর (Adhir Ranjan Chowdhury)। তিনি বলেন, “ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার হলে বছরে ১২ থেকে ১৫ হাজার কোটি টাকার রাজস্ব আসতে পারে, যা মুসলিম সমাজের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এটি মুসলমানদের একক লড়াই নয়, এটা সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্ন।” সভায় অধীর আরও বলেন, “মুর্শিদাবাদে নবাবি সম্পত্তি রক্ষা করতে হবে। এই লড়াই কংগ্রেস কর্মীদের নিতে হবে।”
আরও পড়ুন: Pakistani Citizen Arrested: ৪৫ বছরের সংসার, দুই মেয়ে! চন্দননগর থেকে গ্রেফতার ‘পাকিস্তানি’ বউ
অধীরের সুরে সুর মেলান ইশা
শনিবারের সভায় অধীর ছাড়াও উপস্থিত ছিলেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী ও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। অধীরের সুরে সুর মেলান ইশা। ইশা বলেন, “ওয়াকফ নিয়ে দেশজুড়ে ঘৃণার পরিবেশ তৈরি হচ্ছে। কংগ্রেস চাইছে সৌভ্রাতৃত্ব বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে।”
গোষ্ঠী সংঘর্ষে অশান্তি
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান শমসেরগঞ্জ-সহ বেশ কিছু এলাকায় গোষ্ঠী সংঘর্ষে অশান্তি তৈরি হয়েছিল। তিন জনের মৃত্যুও হয়। লুট হয়েছে বহু দোকানপাট। ভাঙচুর হয়েছে বাড়িঘরও। অশান্ত মুর্শিদাবাদ এখন অনেকটাই শান্ত। আগামী সোমবার সেই মুর্শিদাবাদেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শাসনিক বৈঠক, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ এবং নানা কর্মসূচি রয়েছে তাঁর সফরে। সেই আবহেই মুর্শিদাবাদে সভা করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। তুললেন শ্বেতপত্রের দাবি।