ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ থেকে এক জঙ্গি (Terrorists In Murshidabad) নেতা বাংলায় অনুপ্রবেশের ছক কষেছে, এমনই খবর এসেছে গোয়েন্দাদের কাছে। এই জঙ্গি নেতা মুর্শিদাবাদের তিনটি জায়গায় জেএমবি-র স্লিপার সেলের তিনজনের সঙ্গে দেখা করে বৈঠক ও মগজধোলাইয়ের ‘ক্লাস’ নেওয়ার ছক কষেছে বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
আাসল নাম জানার চেষ্টা (Terrorists In Murshidabad)
ওই জেএমবি নেতা (Terrorists In Murshidabad) ইসমাইল বলেই পরিচিত। ওই জঙ্গি নেতার আসল নাম নয়। সেই ক্ষেত্রে ওই ব্যক্তির আাসল নাম জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ইতিমধ্যে এই রাজ্যের একাধিক জায়গা থেকে রাজ্য পুলিশের এসটিএফ ও অসম পুলিশের গোয়েন্দাদের যৌগ অভিযানে গ্রেপ্তার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)।
২০ জন কিশোর ও তরুণের মগজধোলাই (Terrorists In Murshidabad)
গোয়েন্দারা জানিয়েছেন, ইতিমধ্যে ইসমাইল (Terrorists In Murshidabad) বাংলাদেশে বসে ভার্চুয়াল মাধ্যমে মুর্শিদাবাদের অন্তত তিনজন স্লিপার সেলের সদস্যের সঙ্গে যোগাযোগ করেছে। এই স্লিপার সেলগুলির সদস্যরা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত রয়েছে এবং সেখানে ছাত্রদের মধ্যেও প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। মুর্শিদাবাদের অন্তত ২০ জন কিশোর ও তরুণের মগজধোলাই করার পরিকল্পনা এই জেএমবি নেতার। তাদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করে ওই জেএমবি নেতা ক্রমে বাংলাদেশে প্রাথমিক জঙ্গি প্রশিক্ষণের জন্যও নিয়ে যাওয়ার ছকও কষেছে।
আরও পড়ুন: Panihati TMC Councillor: বিদেশের নম্বর থেকে ফোন, TMC কাউন্সিলরকে খুনের হুমকি
সেলের মাথাকে শনাক্ত করেছেন
মুর্শিদাবাদের ওই তিন স্লিপার সেলের মাথাকে গোয়েন্দারা শনাক্ত করেছেন বলেও জানা গিয়েছে। কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দাদের বিশেষ নজর রয়েছে মুর্শিদাবাদের উপরই। একইসঙ্গে বিশেষভাবে সতর্ক করা হয়েছে বিএসএফের গোয়েন্দাদের। নদীপথে সীমান্ত পেরিয়ে যাতে ওই জঙ্গি নেতা লোকজন নিয়ে অনুপ্রবেশ করতে না পারে, গোয়েন্দারা সেদিকে নজর রাখতে শুরু করেছেন।