ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উকিল হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হচ্ছে মিঠাইয়ের (Mithai) উচ্ছে বাবুকে (Adrit Roy)। কিন্তু কেন? তবে কি অভিনয় ছেড়ে দিলেন? না, একেবারেই এমনটা ভাববেন না।
ফিরলেন আদৃত (Adrit Roy)
সদ্য শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla ) পর্দায় নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি (Mittir Bari)। এই মিত্তির বাড়ি ধারাবাহিকের মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরে এলেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। আদৃত রায়ের পর্দায় ফেরার জন্য অধীর আগ্রহে বসেছিল দর্শক মহল। পুনরায় টেলিভিশনের পর্দায় আদৃতকে দেখতে পেয়ে দর্শকও ভীষণ খুশি । এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন স্বয়ং টলিউড ইন্ডাস্ট্রি অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই বেশ কিছু এপিসোড টেলিকাস্ট হয়েছে। টেলিকাস্ট হওয়া এপিসোডগুলির ফিডব্যাক ভীষণই পজেটিভ। আর এই পজিটিভ ফিডব্যাক-এ খুশি আদৃত।
হারাতে দেয়নি দর্শক (Adrit Roy)
অভিনেতা আদৃত (Adrit Roy) জানান তাঁর দর্শকেরা, দেড় বছর গ্যাপ নেয়ার পরও তাঁকে হারাতে দেয়নি। টিভির পর্দা থেকে তাঁকে সবাই মনে রেখেছেন। সেই আগের মতো ভালোবাসা দিয়ে যাচ্ছেন। তাঁর স্টুডিও যতই দূরে হোক না কেন, সেখানেও মানুষ আসছেন। শুধু মাত্র তাঁর সঙ্গে দেখা করতে। শুটিংয়ে স্টুডিও যদি দক্ষিণ কলকাতার মধ্যে কোনও বড় জায়গায় হয়, সেখানে যেমন মানুষ আসেন। সেটা কোনও গ্রাম বাংলার কোনও জায়গায় হলেও, সেখানেও অজস্র মানুষ আসছেন। অভিনেতার সঙ্গে দেখা করতে।
আরও পড়ুন: Shakib-Nusrat in Barbad: মিমির পর, শাকিবের সঙ্গে আইটেম ডান্সে নুসরত! আসছে আরও চমক
মুম্বই থেকে এসেছেন ফ্যানরা
সম্প্রতি দেখা গিয়েছিল মুম্বাই থেকে উড়ে এসেছিলেন তাঁর কিছু ফ্যান। তাদের পছন্দের অভিনেতাকে সামনে থেকে একবার দেখেই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন তারা। দর্শকদের ভালোবাসাই আদৃতকে কাজের জন্য উৎসাহী করে তোলে।
ভাগ্যবান অভিনেতা?
অভিনেতা নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করেন। তাকে এত মানুষ নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে, প্রতিমুহূর্ত জুড়ে। এটা কি কম ব্যাপার! মিত্তির বাড়ি ধারাবাহিকে তাঁকে উকিলের ভূমিকায় দেখা যাচ্ছে। উকিলের ভূমিকায় অভিনয় করার জন্য অভিনেতাকে কম অধ্যাবসায় করতে হচ্ছে না। তিনি বেশ খানিকটা ওজন কমিয়েছেন। তার উকিল দাদার থেকে নিচ্ছেন, নানান পরামর্শ। তার সঙ্গে করছেন প্রচুর পড়াশোনা। তিনি বিভিন্ন সেকশনে কী শাস্তি হয়, বা কিভাবে ওকালতি করা হয়, সেই বিষয়ে তিনি পড়াশোনা করছেন। স্ক্রিপ্ট পেলে যেমন আগে চলছে রিহার্সাল, তার সঙ্গে চলছে নিজস্ব অধ্যাবসায়।
আরও পড়ুন: Writwik Mukherjee Wedding: চুপি চুপি বিয়ে সারলেন ‘আনন্দী’র ঋত্বিক, পাত্রী কে?
কী বললেন তিনি?
তিনি জানান, “এত মানুষের ভালোবাসা যে তিনি পাচ্ছেন সেই ভালোবাসার মর্যাদা রাখাটা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। তাই জন্য তাঁর এত অধ্যাবসায়। যাতে চরিত্রটি নিয়ে দর্শকের কোনও অংশেই মনে না হয়, আদৃত ভালো অভিনয় করতে পারছে না।”
আরও জানান তিনি সামাজিক মাধ্যমে নিজে বেশি অ্যাকটিভ না হলেও, তিনি ফ্যানেদের তাকে নিয়ে বানানো বিভিন্ন রিলস, ভিডিয়ো, ফটো সবই তিনি দেখেন। কিন্তু শেয়ার করে উঠতে পারেন না। তবে এসব কিছু তাঁর চোখ এড়িয়ে যায় না।
অভিনেতা জানান, এত ভালবাসা পাওয়া শুধুমাত্র তাঁর জীবনে করা একটি চরিত্র মিঠাই এর সিদ্ধার্থ। এই চরিত্রটিকে তিনি কখনই ভুলবেন না। মিঠাই ধারাবাহিক তিনি আজীবন মনে রাখবেন এবং কৃতজ্ঞতা জানাবেন।