Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আফগানিস্তানে রবিবার গভীর রাতে একের পর এক ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত ৮০০ জন মানুষ (Afghanistan Earthquake)। আহতের সংখ্যা প্রায় ৩ হাজার। যুদ্ধবিধ্বস্ত এই দেশে চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়ায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা রয়েছেন বহু মানুষ।
ভারতের মানবিক সহায়তা (Afghanistan Earthquake)
মৃত্যুমিছিল দেখে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত (Afghanistan Earthquake)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজের এক্স হ্যান্ডলে গভীর শোকপ্রকাশ করে জানিয়েছেন, এই কঠিন সময়ে আফগানিস্তানের মানুষের পাশে থাকবে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও আশ্বাস দিয়েছেন সর্বতোভাবে মানবিক সাহায্যের। সোমবার রাতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চালের বস্তা, তাঁবু এবং অন্যান্য খাদ্যসামগ্রী বোঝাই ট্রাক ইতিমধ্যেই কাবুলের উদ্দেশে রওনা হয়েছে। কুনারে পাঠানো হচ্ছে ১৫ টন খাদ্যসামগ্রী। পাশাপাশি কাবুলে পৌঁছচ্ছে ১০০০ পরিবারের জন্য জরুরি তাঁবু।
জয়শঙ্কর-মুত্তাকি আলোচনা (Afghanistan Earthquake)
আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলবী আমীর খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন জয়শঙ্কর (Afghanistan Earthquake)। তিনি জানান, ‘‘ভূমিকম্পে এত প্রাণহানিতে সমবেদনা জানিয়েছি। ভারত অবিলম্বে সাহায্য পাঠাচ্ছে। আগামী দিনেও আরও ত্রাণ পৌঁছবে।’’

আরও পড়ুন : Future Weapons of India : ভারতের ৫ টি ভবিষ্যৎ অস্ত্র! যা বদলে দেবে বহু ভূ-রাজনৈতিক সমীকরণ
ভূমিকম্পের উৎসস্থল (Afghanistan Earthquake)
রাষ্ট্রপুঞ্জের মানবিক বিষয়ক সমন্বয় দফতর (UNOCHA) জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী নানগরহর প্রদেশে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামা জেলা (Afghanistan Earthquake)। নানগরহরের পাশাপাশি কুনার, লাঘমান ও নুরিস্তানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় ১২,০০০ মানুষ সরাসরি প্রভাবিত হয়েছেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রবিবার ভারতীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় কুনারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩, উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ কিমি গভীরে। এরপর একাধিক আফটারশক হয়, যার অন্তত দুটির মাত্রা ৫-এর বেশি। কম্পনের তীব্রতায় কাশ্মীর ও দিল্লির আশপাশেও হালকা কম্পন টের পাওয়া যায়।
আরও পড়ুন : SCO Summit 2025 : সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন কী? কারা সদস্য ? কী কাজ এই সংস্থার ?
আশঙ্কা আরও বাড়ছে
স্থানীয় প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন। তাই উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক মহল মনে করছে, এই বিপর্যয় আফগানিস্তানের জন্য ভয়ঙ্কর মানবিক সংকট ডেকে আনতে পারে।