Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পরও নারীরা পাচ্ছেন না ন্যূনতম সহায়তা(Afghanistan Earthquake)। তালিবান সরকারের ফতোয়া অনুযায়ী, অচেনা পুরুষ কোনও মহিলাকে স্পর্শ করতে পারবেন না। সেই কারণে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়লেও মহিলাদের উদ্ধারে অগ্রসর হচ্ছেন না উদ্ধারকারীরা। ফলে হাজারো আহত নারী অসহায় অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা পড়ে রয়েছেন।
প্রাণহানির সংখ্যা বাড়ছে, তবুও পুরুষ অগ্রাধিকার (Afghanistan Earthquake)
পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশকে কেন্দ্র করে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২,২০০ ছাড়িয়েছে(Afghanistan Earthquake)। আহত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। গ্রামের পর গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে উদ্ধারকাজে পুরুষদের আগে টেনে আনা হচ্ছে, আর মহিলারা পড়ে রয়েছেন উপেক্ষিত অবস্থায়।
উদ্ধারকারীদের অসহায়তা (Afghanistan Earthquake)
উদ্ধারকারী দলের সদস্য তাহ্জ়িবুল্লা মুহাজেব বলেন, সরকারি নিষেধাজ্ঞার কারণে তাঁরা আহত মহিলাদের ছুঁতে সাহস পাননি। ধ্বংসস্তূপের নীচে আটকে থেকেও অনেকে কোনও সাহায্য পাননি। তাঁর কথায়, ‘‘আমাদের মনে হচ্ছিল মহিলারা যেন অদৃশ্য। পুরুষ ও শিশুদের চিকিৎসা করা হচ্ছিল, কিন্তু মহিলারা রক্তাক্ত অবস্থায় পাশে বসেছিলেন।’’
আত্মীয় ছাড়া মৃতদেহ স্পর্শ নয় (Afghanistan Earthquake)
মৃত নারীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর(Afghanistan Earthquake)। তাঁদের দেহ উদ্ধার করতে হলে আগে আত্মীয় পুরুষকে খুঁজে বের করা হচ্ছে। না হলে পোশাকের অংশ টেনে মৃতদেহ সরানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। সরাসরি স্পর্শ এড়িয়ে চলছেন সবাই। ফলে বহু দেহ সময়মতো উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন : Taiwan Crisis : তাইওয়ান উপকূলে অস্ট্রেলিয়া-কানাডার যুদ্ধজাহাজ, উত্তেজনা বাড়ল চিন-তাইওয়ানের
স্বাস্থ্যকর্মী সংকট ও তালিবানি নিষেধাজ্ঞা (Afghanistan Earthquake)
আফগানিস্তানে বরাবরই স্বাস্থ্যকর্মীর অভাব ছিল। কিন্তু তালিবান ক্ষমতা দখলের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। গত বছর থেকেই মহিলাদের ডাক্তারি বা স্বাস্থ্যশিক্ষায় ভর্তি হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে মহিলা চিকিৎসক কার্যত নেই বললেই চলে। এর প্রভাব ভয়ঙ্করভাবে পড়েছে এই দুর্যোগ মোকাবিলায়।
আরও পড়ুন : Russia Ukraine War : ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ফোনে কথা মোদি-মাক্রোঁর, ফিরবে শান্তির পথ?
চার বছরের শাসন, অসংখ্য বিধিনিষেধ(Afghanistan Earthquake)
তালিবান ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই নারীদের শিক্ষা, চাকরি এবং চলাফেরার স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ চাপিয়েছে। ষষ্ঠ শ্রেণির পর স্কুলে যেতে পারেন না মেয়েরা, অধিকাংশ চাকরি তাঁদের জন্য বন্ধ। এমনকি রাষ্ট্রপুঞ্জের সংস্থায় কাজ করা মহিলারাও বারবার হেনস্থার শিকার হয়েছেন।
মানবিক সঙ্কটের তীব্র রূপ(Afghanistan Earthquake)
এই ভূমিকম্প শুধু ঘরবাড়ি ভেঙে দেয়নি, বরং আফগান নারীদের অসহায় অবস্থার নগ্ন চিত্রও সামনে এনেছে। চিকিৎসা ও উদ্ধারকাজে নারী-অংশগ্রহণ না থাকায় তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়েছেন। আন্তর্জাতিক মহল যেখানে মানবিক সহায়তার জন্য আহ্বান জানাচ্ছে, সেখানে তালিবানের এই ফতোয়া নারী অধিকার ও মানবিকতার চরম লঙ্ঘন হিসেবেই দেখা হচ্ছে।