ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি করে (RG Kar Hospital) আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দেহরক্ষী শেখ আফসার আলি খান (Afsar Ali Khan) এবার জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। আদালত সূত্রে খবর, মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট (Calcutta high Court)। আগামীকাল তাঁর জামিনের আবেদনের মামলার শুনানি হতে পারে বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে।
জামিনের আবেদন আফসার আলি খানের (Afsar Ali Khan)
আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণের (RG Kar Murder Case) তদন্তে নেমে, আর্থিক দুর্নীতির হদিস পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। সেই তদন্তেও গ্রেফতার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তাঁর দেহরক্ষী আফসার আলিকে।
তদন্তকারী সংস্থার দাবি, সন্দীপ ঘোষের (Sandip Ghosh) মদতে ব্যবসায় নামেন তাঁর দেহরক্ষী আফসর। আরজি কর হাসপাতালে স্ত্রীর নামে ক্যাফে খুলে ব্যবসা চালাতেন আফসার। সন্দীপের সবরকম অপকর্মে সাহায্য করতেন তাঁর দেহরক্ষী। এবং আফসারকেও সমস্ত কাজে সাহায্য করতেন সন্দীপ। তাই গোটা হাসপাতালে দাপট দেখাতেন শেখ আফসার আলি খান (Afsar Ali Khan)। এমনকী, রোগী ভর্তির দালাল চক্রের সঙ্গেও আফসার যুক্ত ছিল বলে অভিযোগ। তবে কয়েক বছর আগে থেকে সন্দীপ ঘোষের মদতে আফসার আলি আরজি করে বেশ কিছু কাজের বরাত পান। দেহরক্ষী থেকে রীতিমতো ব্যবসায়ী হয়ে ওঠেন এই মুহূর্তে সিবিআই (CBI) হেফাজতে থাকা আফসার।