ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৭ বছর পর দেশের রাজধানীতে প্রত্যাবর্তন বিজেপির। হল না আম আদমি পার্টির হ্যাট্রিক। নয়াদিল্লি থেকে পরাজিত আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। দিল্লি বিধানসভা ভোটের (Delhi Assembly Result) বুথ ফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণ করল মোদি নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি। রাজধানীর আকাশজুড়ে শুধুই গেরুয়া ঝড়। এবার রাজধানীতেই ডবল ইঞ্জিনের সরকার।
রাজধানীতে পদ্ম-ঝড়ে সাফ আপ (Delhi Assembly Result)
প্রায় তিন দশক পর দিল্লি-দখল পদ্মের। ১৯৯৮ সালে শেষ বার তারা দিল্লির মসনদে ছিল। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তার পর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে। ২০১৩ সালে প্রথম বার ক্ষমতায় আসে আপ। তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন তিনি। এরপর ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কেজরিওয়াল। এক দশক ধরে ক্ষমতায় থাকার পর এবারের বিধানসভা নির্বাচন (Delhi Assembly Result) দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে অ্যাসিড টেস্ট ছিল। সেই পরীক্ষাতেই ডাহা ফেল করে গেলেন কেজরিওয়াল। বিজেপি প্রার্থী পরবেশ ভর্মার কাছে ৩১৮২ ভোটে হেরে গেলেন আপ সুপ্রিমো।
আরও পড়ুন: Delhi Assembly Election: কী হতে চলছে দিল্লি বিধানসভার ফলাফল? বুথ ফেরত সমীক্ষায় কার পাল্লা ভারী?
আরও পড়ুন: Income Tax Bill: আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল! কী কী নিয়ম বদল হতে পারে?
নির্বাচনী (Delhi Assembly Result) ফলাফলের গতিপ্রকৃতি জয়ের আভাস দিতে থাকাকালীনই বিজেপির সদর কার্যালয়ের সামনে শয়ে শয়ে সমর্থকরা এসে গিয়েছেন। ঢাকঢোল, কাড়ানাগাড়া বাজিয়ে নাচ, আতসবাজি পোড়ানো চলছে। চলছে লাড্ডু বিলি। গেরুয়া আবিরে রঙিন হয়ে গিয়েছে আকাশ। বিশাল বিশাল পতাকা নিয়ে অফিসের বাইরে কর্মীরা জয় শ্রীরাম, ভারতমাতা কি জয় স্লোগান দিচ্ছেন।

দিল্লিতে বিজেপি ক্ষমতায় ফিরলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? শনিবার বেলার দিকে সেই প্রশ্নের মুখোমুখি হলে দিল্লি বিজেপির প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেবা বলেন, ‘‘দিল্লির মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বকে দেখে ভোট দিয়েছেন। ওঁদের যন্ত্রণা আমরা উপলব্ধি করতে পেরেছি। বিজেপি থেকেই কেউ পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। তবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সম্পূর্ণ ফলাফল দেখে দল সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।’’