ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিন দুয়েক আগেই, ২৫ ফেব্রুয়ারি ৫.১ মাত্রার ভূমিকম্পে(Assam Earthquake) কেঁপে ওঠে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একটা বড় অংশ। বঙ্গোপসাগরে ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল। সেই ভূমিকম্পের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার অসমে ভূমিকম্প। জানা গিয়েছে, রাত ২টো ২৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।
কেন্দ্রস্থল অসমের মরিগাঁও (Assam Earthquake)
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের (Assam Earthquake) মরিগাঁও এবং রাত প্রায় আড়াইটে নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১৬ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য মেলেনি।
ভূমিকম্পের মাত্রা ৫ (Assam Earthquake)
জানা গিয়েছে, রাত ২টো ২৫ মিনিট নাগাদ ভূমিকম্প(Assam Earthquake) অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৫ হওয়ায়, গুয়াহাটি সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে হতাহতের ঘটনা না ঘটলেও, বেশ কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ৫ মাত্রার ভূমিকম্প অর্থাৎ মাঝারি শক্তিশালী ভূমিকম্প। জিনিসপত্র ভাঙা, ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই কম্পনে।

আরও পড়ুন: WAQF Amendment Bill: মন্ত্রিসভায় পাস হল ওয়াকফ বিল
আতঙ্কিত হয়ে রাস্তায়
ঝাঁকুনির জেরে রাতে অনেকেরই ঘুম ভেঙে গিয়েছিল। বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছিলেন। দাবি করা হয়েছে, ভূমিকম্পের উৎসের গভীরতা ততটাও না হওয়ায় বেশ শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হয়েছিল। আগামী ২৪ ঘণ্টায় এই এলাকায় একাধিক আফটারশক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।