ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১২ জুন ভারতের ইতিহাসে (Ahmedabad Plane Crash) একটা কালো দিন বলা যেতে পারে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, গোটা দেশকে নাড়িয়ে দিয়ে গেল। প্রাণ হারিয়েছে শতাধিক যাত্রী। শোকে স্তব্ধ গোটা দেশ। শোকের ছায়া বিনো দুনিয়াতেও। এমন অবস্থায় ট্রাইব টিভির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল কয়েকজন টলিউড (Tollywood) শিল্পীদের সাথে। তাঁরা কে কী বললেন?
ভয়ে রয়েছেন শিল্পী (Ahmedabad Plane Crash)
সঙ্গীত শিল্পী পৌষালী ব্যানার্জি (Ahmedabad Plane Crash) রীতিমত ভয়ে রয়েছেন। তিনি কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন। তাঁর মতে ২৪০ জনের মৃত্যু বেশি বই কম নয়। ঘটনার ভিডিও দেখে রীতিমত তিনি শিহরিত। পরের মাসেই তাঁর বাইরে যাওয়ার কথা চলছে। পৌষালী মনে করেন , “বাড়ি থেকে বেরোব কিন্তু ফিরব কিনা সন্দেহ। পরিস্থিতি এমনই তৈরি হয়েছে।” তিনি পুজোর সময় বা অন্য সময়ও বিমানে যাতায়াত করেন। তাঁর কাছে এই দুর্ঘটনা যেন আরও ভয়ংকর। তবে শুধুমাত্র তাঁর কাছেই নয়, রীতিমত সকলেই এমন ঘটনায় ভীত সন্ত্রস্ত। শিল্পী পৌষালী (Pousali Banerjee) আধ্যাত্মিকতায় বিশ্বাসী। মাটির গান, জীবনের গান শুনিয়ে মুগ্ধ করেন দর্শকদের। তিনি কি মনে করছেন, এই জীবন মৃত্যু নিয়ে? আসলে শিল্পী বিশ্বাস করেন, জীবনটাই একটা দুর্ঘটনা কিন্তু মৃত্যুটা চিরন্তন সত্য। যা রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ভাষায় ‘ সত্যেরে লও সহজে’ ।
উঠছে প্রশ্ন (Ahmedabad Plane Crash)
অভিনেতা সৌরভ দাসও (Ahmedabad Plane Crash) শুটিংয়ের ক্ষেত্রে কিংবা কখনও বা দূরে যাত্রার ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য জন্য বিমানে যাতায়াত করে থাকেন। তবে তাঁর মতে এই বিমান দুর্ঘটনা কেন হল তা খতিয়ে দেখা উচিত। অভিনেতা প্রশ্ন তুলেছেন, ৪ মিনিট টেক অফ করার পরে কি করে ঘটতে পারে এমন ঘটনা ?
সলমনের বড় সিদ্ধান্ত
বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ বলিউডও (Bollywood)। এই ঘটনার জেরে বলিউড অভিনেতা সলমন খান ( Salman Khan) নিলেন বড় সিদ্ধান্ত । বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। এক নামী ব্যান্ড সংক্রান্ত অনুষ্ঠান ছিল। কিন্তু এমন ঘটনায় তিনি বাকরুদ্ধ। তাই নির্ধারিত অনুষ্ঠানটি তিনি বাতিল করেছেন। এই ঘটনায় শোকবার্তা বিধ্বস্ত বলিউডের। শোক প্রকাশ করেছেন সানি দেওল, করিনা কাপুর, মৌনি রায়, আলিয়া ভাট, অক্ষয় কুমার সহ অনেকে। সবার প্রার্থনা একটাই। বিমানে থাকা যাত্রীদের জন্য সবাই প্রার্থনা করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: Daily Horoscope: আত্মবিশ্বাসে ভরপুর দিন, যে কাজে হাত তাতেই সাফল্য, জানুন আজকের রাশিফল!
অজানা ভয়
এমন বিমান দুর্ঘটনা এর আগে কখনও কেউ দেখেছে বলে মনে হয় না। বলা যেতে পারে, এমন ঘটনাতে সকলেই ভয়ে তটস্থ হয়ে রয়েছে। শুধুমাত্র মৃত্যুই নয়, অনেকেই এই ঘটনায় আহত হয়েছেন।