ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মেদিনীপুর কলেজে AIDSO নেত্রী সুশ্রীতা সোরেন-সহ তরুণী আন্দোলনকারীদের বিরুদ্ধে মেদিনীপুর থানায় নৃশংস অত্যাচারের মামলার শুনানি আরও পিছিয়ে গেল(AIDSO)। আগামী ১৭ জুনের মধ্যে এফআইআর কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এফআইআর কপি না দেওয়ার অভিযোগ (AIDSO)
এই মামলার গত শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিট গঠন করে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন(AIDSO) ।আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সিট গঠন ও সিটের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে আবেদন জানালে, রাজ্যের আবেদনের প্রেক্ষিতে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি আদালত। মঙ্গলবার শুনানিতে AIDSO নেত্রী সুশ্রীতা সোরেনের আইনজীবী অভিযোগ করেন, তাঁকে এফআইআর এর কপি দেওয়া হচ্ছে না।
এফআইআর কপি জমার নির্দেশ (AIDSO)
মঙ্গলবারের শুনানিতে AIDSO নেত্রী সুশ্রীতা সোরেনের আইনজীবী এফআইআর-এর কপি না দেওয়ার অভিযোগ করলে রাজ্যকে আগামী ১৭ জুনের মধ্যে এফআইআর কপি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এই মামলায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। তবে কত জনের বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়েছে এবং তদন্তের অগ্ৰগতি কতটা হয়েছে সে ব্যাপারে রাজ্য মঙ্গলবার আদালতে কিছুই স্পষ্ট করে জানায়নি।

আরও পড়ুন: Russia Ukraine War : পোল্যান্ডে রুশ হামলার আশঙ্কা! সীমান্তে মোতায়েন করলো যুদ্ধবিমান
কী অভিযোগ করেছিলেন? (AIDSO)
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি এক ছাত্রকে পিষে দিয়েছে— এই অভিযোগ তুলে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ধর্মঘটের ডাক দিয়েছিল ছাত্র সংগঠন এসএফআই । তাদের অভিযোগ, এই ধর্মঘটের সমর্থনে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছতেই কয়েক জন প্রাক্তন পড়ুয়াকে জোরজবরদস্তি থানায় তুলে নিয়ে যায় মেদিনীপুর মহিলা থানার পুলিশ। এই পড়ুয়ারা এসইউসিআই-এর ছাত্র সংগঠন ডিএসও-র সদস্য। অভিযোগ, থানার ওসি ওই পড়ুয়াদের মোমবাতি দিয়ে ছেঁকা দেন। বেল্ট দিয়ে মারার পাশাপাশি ‘মেরে পুঁতে দেওয়ার’ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এমনকি নিগৃহীতারা রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘোরার পরও, তাঁকে চিকিৎসা করে কোনও ইনজুরি রিপোর্ট দেয়নি বলেও অভিযোগ তোলেন তাঁরা।
আরও পড়ুন: US China Trade Meet : চিন-আমেরিকা বাণিজ্য সংঘাত নিরসনে লন্ডনে বৈঠক, নজরে বিরল খনিজ ও প্রযুক্তি পণ্য
হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ মামলাকারীদের (AIDSO)
মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের অভিযোগের পর হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী সুস্মিতা দাস এবং সুশ্রীতা সোরেন। অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানানো হয়। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অতীতের শুনানিতে অভিযুক্ত মহিলা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি সিট গঠন করে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।