ট্রাইব টিভি বাংলা ডিজিটাল ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের(Paschim Medinipur)দাঁতনে প্রকাশ্য দিবালোকে দুই নাবালককে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধরের ঘটনায় উত্তাল এলাকা। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, দুই নাবালকের হাত-পা দড়ি দিয়ে বাঁধা এবং তাদের উপর চলে মারধর। তাদের হাতে ছিল বন্দুক সদৃশ কিছু, যা ঘিরে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা।
কী ঘটেছিল?(Paschim Medinipur)
ঘটনাটি ঘটেছে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের(Paschim Medinipur) দাঁতন ২ নম্বর ব্লকের রসুলপুর গ্রামে। সূত্রের খবর, ওই দুই নাবালক দেশলাই কিনতে দোকানে গিয়েছিল। কিন্তু দোকানটি বন্ধ থাকায় তারা দোকান ভাঙার চেষ্টা করে। শুধু তাই নয়, স্থানীয়দের দাবি, তাদের হাতে বন্দুক ছিল এবং তারা সেটি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বাজার এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা দ্রুত ওই দুই নাবালককে ধরে ফেলে। এরপর দড়ি দিয়ে তাদের হাত-পা বেঁধে শুরু হয় মারধর। ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, আর তার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুলিশি পদক্ষেপ(Paschim Medinipur)
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। দুই নাবালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, বন্দুকটি একটি এয়ারগান। অর্থাৎ সেটি প্রাণঘাতী নয়, তবে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এটি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। নাবালকদের বাড়ি দাঁতনের সাবরা এলাকায় বলে জানা গিয়েছে। তারা কী উদ্দেশ্যে এই কাজ করেছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি, কার কাছ থেকে তারা এয়ারগান পেয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Weather Forecast: ফের কি বৃষ্টি বাড়বে? কী জানাল হাওয়া অফিস?
রাজনৈতিক প্রতিক্রিয়া(Paschim Medinipur)
এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি নেতারা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, রাজ্যের শাসনব্যবস্থা ভেঙে পড়েছে, যেখানে নাবালকেরাও এখন অস্ত্র হাতে ঘুরছে এবং জনরোষের শিকার হচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে “অনভিপ্রেত” বলে উল্লেখ করেছে।
আরও পড়ুন: Weather Forecast: আংশিক দুর্বল নিম্নচাপ, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও কয়েক দিন