ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও প্রযুক্তিগত ত্রুটির কারণে চেন্নাইয়ে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট (Air India Emergency Landing)। কংগ্রেস নেতা বেণুগোপাল তাঁর X হ্যান্ডলে লেখেন ‘কপাল জোরে বাঁচলাম।’
বিমান বিভ্রাট (Air India Emergency Landing)
বিপদ যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়াকে। দিল্লি যাওয়ার পথে মাঝ পথেই আচমকা বিপত্তি এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে চেন্নাইয়ে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান(Air India Emergency Landing)।
সেই বিমানে কেরালার থেকে তিরুঅনন্তপুরম যাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। তাঁরা সাথে বিমানে ছিলেন বেশ কয়েকজন সাংসদ এবং বহু যাত্রী। তিঁনি সেই ঘটনার কথা এবং ভয়াবহ অভিজ্ঞতার কথা লেখেন তাঁর এক্স হ্যান্ডেলে।
রবিবার এআই-২৪৫৫ নম্বর উড়ানটি যখন মাঝ-আকাশে থাকা অবস্থায় আচমকাই যান্ত্রিক গোলোযোগ দেখা দেয়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে তাড়াতাড়ি উড়ানটিকে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এই ঘটনায় কেউ আহত না-হলেও, এই নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক (Air India Emergency Landing)।

আরও পড়ুন: India America Relations: ভারতের উন্নতিতে খুশি নয় ‘সবার বস’, কাকে নিশানা করলেন রাজনাথ?
কংগ্রেসের সাধারণ সম্পাদক তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন ‘তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের খানিক পরে ছেড়েছিল। ছাড়ার কিছুক্ষণ পর থেকেই বিমানে সমস্যা শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক পর পাইলট সিগন্যালে ত্রুটির কথা ঘোষণা করেন। এর পরেই আমাদের বিমানটিকে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। জরুরি অবতরণের আগে প্রায় দু’ঘণ্টা ধরে আমাদের বিমানটি চেন্নাই বিমানবন্দরের আশপাশে ঘুরতে থাকে। যেই রানওয়েতে আমাদের বিমান নামানোর কথা ছিল, সেখানে আর একটি বিমান থাকায় মাঝ-আকাশে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।’
সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেসের নেতা ক্ষোভ উগরে দিয়ে লেখেন ‘জরুরি অবতরণের সিদ্ধান্তে বিমানে থাকা সকল যাত্রী নিরাপদ এবং সুরক্ষিত। এবার কপালজোরে বেঁচে গেছি, কিন্তু যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা ভাগ্যের উপর ছাড়া ঠিক না। আমার অনুরোধ এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়ে এয়ার ইন্ডিয়া যেন যথাযত ব্যবস্থা নেয়’। এর সাথে তিঁনি ঘটনার দ্রুত তদন্তের কথাও বলেন (Air India Emergency Landing)।
বেণুগোপালের অভিযোগের পর এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে ‘যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিমানের গতিপথ চেন্নাইয়ের দিকে করা হয়েছিল।’ তবে রানওয়েতে অন্য বিমান ছিল না বলেই জানায় বিমান সংস্থা (Air India Emergency Landing)। তারা এও বলে ‘নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার’।