ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আহমেদাবাদের দুর্ঘটনায় এখনও শোকস্তব্ধ গোটা দেশ।এরই মধ্যে এবার থাইল্যান্ড থেকে ভারতে ফেরার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে(Bomb Threat)। যার জেরে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে অবতরণ করাতে হয়।১৫৬ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩৭৯ ফুকেট থেকে দিল্লি যাচ্ছিল। জরুরি অবতরণের পর তাঁদের সবাইকে নামিয়ে দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়ায় বোমাতঙ্ক (Bomb Threat)
থাইল্যান্ড বিমানবন্দরের এক আধিকারিক রয়টার্স-কে জানিয়েছেন, শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার এআই-৩৭৯ এয়ারবাসটি থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল (Bomb Threat)। বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। ওড়ার কিছুক্ষণ পরই বিমানটিতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বাধ্য হয়ে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। ফুকেট বিমানবন্দরেই জরুরি ভিত্তিতে অবতরণ করে বিমানটিকে।জরুরি অবতরণের পরেই সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বোমা উদ্ধার হয়নি (Bomb Threat)
ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার২৪’ বলছে, শুক্রবার থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বিমানটি নয়া দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে(Bomb Threat)। কিন্তু তারপর নির্ধারিত পথে না গিয়ে আন্দামান সাগরের দিকে বেঁকে যায় বিমানটি। তারপরেই আবার সেটি ফুকেটে ফিরে আসে। জরুরি অবতরণের পর বিমানে জোরদার তল্লাশি চালানো হয়। অবশ্য গোটা বিমানটি তন্ন তন্ন করে খুঁজেও কোনওরকম বোমা পাওয়া যায়নি।এই ঘটনা সম্পর্কে এয়ার ইন্ডিয়া এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং মিডিয়ার প্রশ্নের কোনও জবাব দেয়নি। স্থানীয় থাই কর্তৃপক্ষ হুমকির তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন-PM Modi: অভিশপ্ত বিমানের একমাত্র জীবিতের সঙ্গে সাক্ষাৎ উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর
ভারতীয় বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)
ভারতীয় বিমান সংস্থাগুলি এই ধরণের হুমকির সম্মুখীন হওয়ার ঘটনা এটিই প্রথম নয় (Bomb Threat)। গত বছর, ভারতীয় বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলি প্রথম দশ মাসে প্রায় ১,০০০টি ভুয়া বোমা হুমকির খবর দিয়েছে- যা ২০২২ সালে রেকর্ড করা সংখ্যার প্রায় ১০ গুণ।
আরও পড়ুন-Vikrant Massey : প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা; দক্ষ ২ পাইলট থেকেও এড়ালো গেল না দুর্ঘটনা
আহমেদাবাদ দুর্ঘটনা (Bomb Threat)
তবে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনার ঠিক একদিন পরই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে (Bomb Threat)।বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কয়েক মিনিটেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী। এক জন বাদে বাকি সকলেরই মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। প্রাণ গিয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির।তবে অলৌকিকভাবে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ বেঁচেছে এক যুবকের। চলছে উদ্ধারকার্য। উদ্ধার হয়েছে ঝলসে যাওয়া দেহ। ঠিক তার পরের দিন, শুক্রবার ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানেই।
