ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আহমেদাবাদ থেকে লন্ডনের (Air India Plane Crash) উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়া বিমানটি ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি মেডিকেল কলেজের হোস্টেলের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে যায়। এতে থাকা ২৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। বিমানে থাকা একমাত্র বেঁচে থাকা ব্যক্তি হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। সমাজ মাধ্যমে নিহত যাত্রীদের কিছু হৃদয়বিদারক গল্প শেয়ার করা হচ্ছে, যা মানুষের মনকে গভীরভাবে স্পর্শ করেছে।
নানান যাত্রীর মনে ছিল নানান প্রত্যাশা (Air India Plane Crash)
এই বিমানে নানান যাত্রীর মনে ছিল নানান প্রত্যাশা। কেউ কেউ নিজের (Air India Plane Crash) নতুন জীবন শুরু করার জন্য লন্ডনে যাচ্ছিলেন, কেউবা আবার ঠাকুমার জন্মদিন পালন করে দেশে ফিরছিলেন। এক দম্পতি ভারত ভ্রমনের সুখকর স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছিলেন নিজের দেশে। এরই মধ্যে ছিলেন এক বাবা, যিনি তার স্ত্রীর শেষকৃত্যে এসেছিলেন দেশে। এমনই কিছু কাহিনী যা চোখে জল এনে দেয়।
১। অর্জুনের স্ত্রী এক সপ্তাহ আগে মারা (Air India Plane Crash) গিয়েছিলেন। তিনি তাঁর স্ত্রীর অস্থি নদীতে প্রবাহিত করে লন্ডন ফিরছিলেন তার ৮ এবং ৪ বছরের দুই কন্যাসন্তানসহ। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি আর বেঁচে নেই।
২। সোলাপুরের এক বৃদ্ধ দম্পতি লন্ডনে তাদের পুত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। মহাদেব পওয়ার (৬৮) এবং তার স্ত্রী আশা (৬০) হাটিড গ্রামের বাসিন্দা ছিলেন। দুঃখের বিষয়, তারা গন্তব্যে পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছেন।
৩। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এক ডাক্তারের পরিবারের কথা, যিনি দু’দিন আগে চাকরি ছেড়ে পাকাপাকিভাবে লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর স্বামী সফটওয়্যার সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এই পুরো পরিবারটিই বিমানের মধ্যে ছিল।
৪। দুই ব্রিটিশ নাগরিক ভারতে ছুটি কাটিয়ে সুখী মনে দেশে ফিরছিলেন।
আরও পড়ুন: Weird Food Combo: অদ্ভুত কিন্তু স্বাদে অসাধারণ, চেখে দেখুন এসব পদ
৫। এক নববিবাহিত নারী লন্ডনে তার স্বামীর কাছে গিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছিলেন।
৬। দুই ভাইবোন তাদের ঠাম্মার জন্মদিন উদযাপন করে লন্ডন ফিরছিলেন। কিন্তু বিমান তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারেনি।
৭। হৃদয়বিদারক আরও একটি বিষয় হল যে ভবিষ্যৎ চিকিৎসকরা কোন ভুল ছাড়াই প্রাণ হারিয়েছেন এই ঘটনায়।
৮। জানা গেছে, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন রূপানিও ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁর মৃত্যু নিয়ে একটি অদ্ভুত গল্প সমাজ মাধ্যমে ছড়িয়েছে। জানা যায়, তিনি সবসময় তার গাড়ির নম্বর ১২০৬ পছন্দ করতেন। অদ্ভুতভাবে, তার মৃত্যু ঘটেছে ১২.০৬ তারিখে (১২ জুন)।
এই বিমান দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।