Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনূর্ধ্ব ২৭ বছর বয়সি গেট উত্তীর্ণ ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগের কথা জানালো এয়ারপোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া (Job)। নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।
কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ (Job)
কেন্দ্রীয় অধীনস্ত সংস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় চুক্তির ভিত্তিতে রয়েছে কাজের সুযোগ। জুনিয়র এগজিকিউটিভ পদে কর্মী প্রয়োজন কেন্দ্র সংস্থার অধীন এই সংস্থার। সংশ্লিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে ৯৭৬ জনকে (Job)।
এই পদের জন্য আর্কিটেকচার, সিভিল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশনস, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকদের নিয়োগের কথা জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনের জন্য আবেদনকারীদের ২০২৩, ২০২৪ কিংবা ২০২৫-এর গেট উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: Ind vs Pak Asia Cup : করমর্দন বিতর্কে পাকিস্তানের দাবি নাকচ করলো আইসিসি!
আবেদনকারীদের বয়সসীমা সম্পর্কেও AAI-র এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ২৭ বছর হতে হবে। নিযুক্ত ব্যক্তিদের পারিশ্রমিক হিসেবে ধার্য করা হয়েছে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা। ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাতে হবে অনলাইনে। এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার (AAI) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ইচ্ছুক ব্যক্তিদের। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর। আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই করা প্রার্থীদের নথি যাচাই করার জন্য ডাকা হবে বলেও জানানো হয়েছে (Job)।
(নিয়োগের আগে সংস্থার ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য খুঁটিয়ে পড়ে নেওয়া আবশ্যিক। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশদে জেনে তারপর আবেদন করা বাঞ্চনীয়)