ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে কানে দেখা মিলল বলিউড অভিনেত্রী (Bollywood actress) ঐশ্বর্যা রাইয়ের (Aishwarya Rai Bachchan)। প্রতিবছরের মতো এবছরও তিনি কানে (Cannes Film Festival) অংশগ্রহণ নিচ্ছেন কিনা, তা নিয়ে ব্যাপক জল্পনা ছিল। ফ্রান্সের নিস বিমানবন্দরে মা – মেয়ের এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তবে কি তিনি কানে যোগ দিচ্ছেন? সাথে মেয়ে আরাধ্যাও কি যোগ দেবেন? এমনই হাজারো প্রশ্ন এখন ঘুরছে নেট মাধ্যমে।
বিমানবন্দরে মা-মেয়ে (Aishwarya Rai Bachchan)
ফ্রান্সের নিস বিমানবন্দরে মা মেয়ের জুটির দেখা মিলল (Aishwarya Rai Bachchan)। নীলকোট ও সাদা টপ পরে আরাধ্যার সঙ্গে হাঁটছেন ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বিমানবন্দরে এক ব্যক্তি আরাধ্যাকে (Aaradhya Bachchan) উপহার দিলে হাসিমুখে তা গ্রহণ করেন তিনি। এই ভিডিওটি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। দেখে ভীষণ খুশি ঐশ্বর্যা অনুরাগীরা। কারণ এ বছর কান চলচ্চিত্র উৎসবে তাঁদের প্রিয় আইকনকে তারা দেখতে পাবে নতুন রূপে।
দেখা মিলবে লাল গালিচায় (Aishwarya Rai Bachchan)
চলতি মাসের ২১ ও ২২ তারিখে কানের লাল গালিচায় দেখা যাবে বিশ্বসুন্দরীকে (Aishwarya Rai Bachchan)। হাঁটবেন লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। অভিনেত্রীর সেই নজরকাড়া লুকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত থেকে অনুরাগীরা। ঐশ্বর্যার লুক যে অসামান্য হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না । ২০০২ এ ‘দেবদাস’ ছবির স্ক্রিনিংয়ে প্রথম কানে উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্যা। সাথে ছবির পরিচালক সঞ্জয় লীলা ও শাহরুখ খান ছিলেন।
আরও পড়ুন: War 2: এনটিআরকে ভিলেন বানালেন হৃতিক! প্রকাশ্যে দুর্ধর্ষ অ্যাকশনে মোড়া ‘ওয়ার ২’ এর সিক্রেট
থাকছেন অন্যান্য ভারতীয়রা
এবছর কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যাকে আরও এক নতুন রূপে দেখা যাবে বলে অনুমান করছে অনুরাগীরা। কারণ এবছর ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে মেয়েকে নিয়ে পৌঁছেছেন তিনি। রয়েছেন আরও অনেক ভারতীয় অভিনেত্রীরাও। ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির স্ক্রিনিংয়ে এসেছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ও সিমি গারেওয়াল। ‘হোমবাউন্ড’ ছবি নিয়ে এসেছেন করণ জোহর (Karan Johar) ও নীরজ ঘায়ওয়ান। সাথে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) এবং ঈশান খট্টর আছেন। এছাড়া এ বছর নিতাংশী গোয়েল (Nitanshi Goel) কানে অংশগ্রহণ করছেন। যিনি ‘লাপাতা লেডিস’ এ অভিনয় করেছেন। বলা যেতে পারে, এ বছরই তাঁর অভিষেক কানে।
আরও পড়ুন: Mainul Ahsan Noble: গায়ক নোবেলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, দিন কাটছে কারাগারে!
নতুন রূপে মেলে ধরা
প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবের অপেক্ষায় থাকেন পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরাও। তবে শোনা গেছে, অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) এ বছর কানে অংশগ্রহণ করছেন না । ভারত-পাক সংঘাত আবহে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দ্বিধাবোধ করেছেন। এই উৎসবে নিজেদেরকে এক নতুন রূপে মেলে ধরতে পারেন অংশগ্রহণকারীরা। অনুরাগীরাও তাঁদের প্রিয় আইকনকে নতুন সাজে নতুন ভাবে দেখতে পায়। তাছাড়া আরও অনেক চমকপ্রদ অনুষ্ঠানের আয়োজন থাকে।