ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্বশুর বাড়ির পর এবার কি বাপের বাড়ির সঙ্গেও বনিবনা নেই রাই সুন্দরীর (Aishwarya Rai Bachchan)? প্রাক্তন বিশ্ব সুন্দরীর ভাই আদিত্য, তাঁর স্ত্রী শ্রীমা রাই (Shrima Rai)। হঠাৎ করেই জল্পনা বাড়িয়ে দিলেন।
কই? ভাইয়ের বউয়ের সঙ্গে তো ঐশ্বর্যাকে (Aishwarya Rai Bachchan) খুব একটা দেখা যায় না। দু’জনের সোশ্যাল মিডিয়ার পেজে সেভাবে একসঙ্গে কোনও ছবিও নেই। যেন যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। যখন পারিবারিক ছবি পোস্ট করেন, সেখানেও একত্রে দুজনকে দেখা যায় না। কিন্তু কেন? হঠাৎ করেই এই প্রসঙ্গ উঠল কেন জানেন?
বাপের বাড়িতে ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)
রটনা, শ্বশুরবাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে এখন বাপের বাড়িতে থাকছেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। ঐশ্বর্য আর আদিত্যর মা বৃন্দা রাইয়ের জন্মদিনে একটি পোস্ট করেছিলেন আদিত্যর স্ত্রী শ্রীমা। তিনি প্রায় সময়, জীবনের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। কিন্তু সেখানে ঐশ্বর্যা আর আরাধ্যার ছবি খুব একটা দেখতে পাবেন না। স্বাভাবিক ভাবেই, সম্প্রতি যে ছবিটি শেয়ার করেছেন সেখানেও প্রাক্তন বিশ্বসুন্দরী আর তাঁর মেয়ে ছিলেন না।
আরও পড়ুন: Adrit Roy: আদৃতের উকিল হওয়ার জন্য নতুন জার্নি শুরু, অভিনয় কি ছেড়ে দিলেন?
কমেন্টে জবাব বৌদির (Aishwarya Rai Bachchan)
সেই পোস্টে কমেন্ট বক্সে একজন লিখলেন, উনি তো ঐশ্বর্যা (Aishwarya Rai Bachchan) আরাধ্যার একটি ছবি পোস্ট করেননি। আর তাতেই শ্রীমা জবাব দিলেন, “আপনি ঐশ্বর্যার পেজে গিয়ে তাঁদের ছবিগুলো দেখে নিন। সেখানেই তাঁদের ছবি দেখতে পাবেন।”
হিংসা?
নেটিজেনদের প্রতিক্রিয়া, তাহলে কি ঐশ্বর্যাকে হিংসা করেন? আর প্রশ্ন উঠছে কেন জানেন? ঐশ্বর্যার ননদ শ্বেতার সঙ্গে শ্রীমার খুব ভালো সম্পর্ক। শ্বেতা ও তাঁর স্বামীর পাঠানো ফুলের তোড়ার ছবিও শ্রীমা শেয়ার করেছেন, সোশ্যাল মিডিয়ায়। অপরদিকে ননদ শ্বেতার সঙ্গে ঐশ্বর্যার বনিবনা নেই। কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে, রাই সুন্দরীর ব্যক্তিগত সম্পর্কগুলো।
কেন ফুল পাঠালেন ননদ?
শ্বেতা এবং তাঁর স্বামী কেনই বা শ্রীমাকে ফুল পাঠিয়েছেন, আর শ্রীমার সঙ্গে তাদের সম্পর্ক ঠিক কী, তা কিন্তু জানা যায়নি। তবে ইনস্টাগ্রাম স্টোরিতে, শেয়ার করা ছবিতে শ্বেতা আর তাঁর স্বামীর নিখিল নন্দাকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীমা।
আরও পড়ুন: Shakib-Nusrat in Barbad: মিমির পর, শাকিবের সঙ্গে আইটেম ডান্সে নুসরত! আসছে আরও চমক
বনিবনা নেই শাশুড়ি-ননদের সঙ্গে
শাশুড়ি জয়া বচ্চন না ননদ শ্বেতা নন্দার সঙ্গে ঐশ্বর্যার একেবারেই বনিবনা নেই। এ কথা প্রায় শুনতে পাবেন। কিন্তু বাপের বাড়িতে ভাই কিংবা ভাইয়ের স্ত্রীর সঙ্গেও যে ঐশ্বর্যার সম্পর্ক খারাপ, এমন গুঞ্জন প্রথম শোনা যাচ্ছে। তবে সবটাই গুঞ্জন। প্রকাশ্যে কিন্তু কেউ কিছু বলেননি। কিংবা শ্রীমা ঐশ্বর্যাকে নিয়ে কোনও খারাপ মন্তব্য করেনি। আবার রাই সুন্দরীকেও কোনও দিন শ্রীমাকে নিয়ে খারাপ মন্তব্য করতে দেখা যায়নি।
জানা নেই কিছু
এটা ঠিক, শ্রীমার সঙ্গে ঐশ্বর্যার আদৌ মাখো মাখো ভাব আছে নাকি নেই, তা জানার উপায় নেই। কারণ এই দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় এক ফ্রেমে খুব একটা দেখা যায় না। তাই হয়ত নেটিজেনরা এত কথা বলার সুযোগ পেলেন। তবে রটনা রটনার পর্যায়েই রয়েছে। বাস্তবে সম্পর্কের সমীকরণটা ঠিক কী? তা বলা মুশকিল।