ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজের মর্যাদার সঙ্গে কোনও আপস নয়। বাঁচতে হবে মাথা উঁচু করে, মর্যাদার সঙ্গে। এমনটাই বললেন ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। যখন চারিদিকে তাঁর বিবাহ বিচ্ছেদ (Divorce) নিয়ে গুঞ্জন। তখন তিনি মেয়েদের বড় পরামর্শ দিলেন।
কেন বললেন এমন কথা? (Aishwarya Rai Bachchan)
তবে কি তিনি নিজের মর্যাদায় মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলেন? কারোর সঙ্গে আপোস করতে চাননি বলেই কি আজ এক ছাদের নিচে অভিষেকের সঙ্গে থাকছেন না? আলাদা থাকছেন মেয়েকে নিয়ে। সম্প্রতি ঐশ্বর্যার পোস্টের (Aishwarya Rai Bachchan) পর এমনটাই বলছেন অনেকেই। সত্যিটা ঠিক কী? কেনই বা ঐশ্বর্যা রাই হঠাৎ করে এমন কথা বললেন?
ভিডিয়ো দিলেন তিনি (Aishwarya Rai Bachchan)
সোমবার ছিল, নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার অবসানের আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষে নানান সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেরকমই একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাই সুন্দরী (Aishwarya Rai Bachchan)। সেই উপলক্ষে শেয়ার করেছেন একটি ভিডিয়ো (Video)।
আরও পড়ুন: Malaika Arora: অর্জুন সিঙ্গেল, মালাইকা মন দিলেন অন্য কাউকে?
প্রসাধন সংস্থার সঙ্গে যুক্ত তিনি (Aishwarya Rai Bachchan)
সাধারণত তারকাদের বিভিন্ন নামই প্রসাধনী সংস্থা, কখনও বা পোশাক সংস্থার সাথে যুক্ত থাকতে দেখা যায়। ঐশ্বর্যা রাইও (Aishwarya Rai Bachchan) তেমনি একটি নামী প্রসাধনী সংস্থার সঙ্গে যুক্ত। আর সেই সংস্থার হয়েই তিনি ভিডিয়োটি তৈরি করলেন। তবে এমন কিছু লিখলেন, যে কথাগুলো সমস্ত মহিলার জন্যই প্রযোজ্য। সর্বোপরি সব মানুষের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।
পরিবারে অশান্তি তুঙ্গে
একদিকে যখন বচ্চন পরিবারের (Bachchan Family) অন্দরে অশান্তি তুঙ্গে। অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। তখন অভিনেত্রীর এই কথাগুলো অত্যন্ত ওজনদার। খেয়াল করে দেখবেন, বেশ কিছু মাস হয়ে গেল এই তারকা দম্পতিকে কোনও অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা যাচ্ছে না। এমনকি অনন্ত-রাধিকার বিয়েতেও আলাদা উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্যা আর অভিষেক। যদিও একটি ভিডিয়োতে মেয়ের আরাধ্যার সঙ্গে হাসিমুখে ছিলেন ঐশ্বর্যা আর অভিষেক। তখন অনেকেই মনে করেছিলেন, হয়ত বা এঁদের বিচ্ছেদের খবর শুধু মাত্র ভুয়ো রটনা। আর কিছুই নয়।
আরও পড়ুন: Winkle Twinkle film: ব্রাত্য বসুর নাটক এবার ছবিতে, সৃজিতের পোস্টারে বড় ইঙ্গিত!
দানা বাঁধছে বিতর্ক
কিন্তু একের পর এক বিতর্ক দানা বাঁধতে থাকে। কখনও বা অভিষেকের সঙ্গে নিমরত কৌরের নাম জড়ায়। আবার কখনও বা ঐশ্বর্যার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোতে অভিষেককে অনুপস্থিত থাকতে দেখা যায়। আরাধ্যার জন্মদিনেও অভিষেককে এক ফ্রেমে সঙ্গে দেখা যায়নি। সব থেকে বড় বিতর্কের জায়গা হল, এতকিছু ঘটে যাওয়ার পরেও কিন্তু অভিষেক কিংবা ঐশ্বর্যা প্রকাশ্যে এই বিষয়ে মুখ খোলেননি।
ব্যাক্তিগত জীবন রাখছেন আড়ালে
তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত ভাবেই রাখতে চেয়েছেন। ঐশ্বর্যা এখন তার মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই রয়েছেন। অমিতাভ পুত্রের সঙ্গে তাঁর দূরত্ব এতটুকুও কমেনি। অপরদিকে অভিনেত্রী নিমরত বলেই দিয়েছেন, তিনি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই। তাই তাঁকে জড়িয়ে নিয়ে জড়িয়ে অভিষেক সম্পর্কে বলা কথা এখন কিছুটা বন্ধ।
থামেনি গুঞ্জন
যদিও সম্পর্ক ভাঙার গুঞ্জন থামেনি। এখনও পর্যন্ত নানান কথার কাঁটায় বিদ্ধ ঐশ্বর্যা আর অভিষেকের সম্পর্ক। আর এসবের মাঝেই অভিনেত্রী সমস্ত নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিলেন। নিজের হয়ে সওয়াল করার পরামর্শ দিলেন। বললেন, নিজের মর্যাদার সঙ্গে কখনও আপোস করবেন না।