ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অজমেরের বিখ্যাত খ্বাজা গরীব নবাজ দরগায় (Ajmer Dargah) মঙ্গলবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। উত্তর প্রদেশের এক যুবক তিনটি তরবারি হাতে দরগার চত্বরে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে। আঞ্জুমান কমিটির সেক্রেটারি সৈয়দ সারওয়ার চিশতি (Ajmer Dargah), এই ঘটনায় পুলিশের অবহেলার সমালোচনা করে দাবি করেছেন, “গেটে অবস্থানরত কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনের পরিবর্তে হোয়াটসঅ্যাপ ব্যাবহারে ব্যস্ত হয়ে পড়েন।”
হঠাৎ তরবারি হাতে যুবক, আতঙ্কে দর্শনার্থীরা (Ajmer Dargah)
ঘটনাটি ঘটে সকাল ১১টা নাগাদ। অভিযুক্ত যুবকের নাম আলম আলি, তিনি উত্তর প্রদেশের বাসিন্দা (Ajmer Dargah)। প্রত্যক্ষদর্শীদের মতে, দরগার চত্বরে ঢুকে তিনি প্রথমে নিজের পোশাক খুলে ফেলেন। এরপর হাতে থাকা তিনটি তরবারি উঁচিয়ে ঘোরাফেরা করতে থাকেন। এতে দরগায় উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সাহসী দর্শনার্থীর হস্তক্ষেপ, আহত হলেন তিনি (Ajmer Dargah)
এক সাহসী দর্শনার্থী তরবারি হাতে থাকা যুবকের মোকাবিলা করেন (Ajmer Dargah)। তিনি ঝুঁকি নিয়ে তার হাত থেকে তরবারি কেড়ে নেন। তবে এই ঘটনার সময় ওই দর্শনার্থীর হাতে আঘাত লাগে।
আরও পড়ুন: Toll Tax Hike: সারা দেশে টোল ফি বাড়াল NHAI, জানুন নতুন রেট!
ঘণ্টাখানেক পরে এল পুলিশ, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা
দরগা থানার পুলিশকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। পরে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে এবং তাকে চিকিৎসার জন্য জেএলএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দরগা সার্কেলের পুলিশ আধিকারিক লক্ষ্মণ রাম জানান, “আমরা খবর পাই যে এক যুবক দরগার ভেতরে পোশাক খুলে তরবারি ঘোরাচ্ছিল। তদন্ত চলছে, কীভাবে সে দরগার ভিতরে প্রবেশ করল তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশের গাফিলতির অভিযোগ আঞ্জুমান কমিটির
আঞ্জুমান কমিটির সম্পাদক সৈয়দ সরওয়ার চিশ্তি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “দরগার গেটে থাকা পুলিশ কর্মীরা দায়িত্ব পালন না করে হোয়াটসঅ্যাপে ব্যস্ত ছিলেন।”
নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন
এই ঘটনা দরগার নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। দরগায় মোট ১০টি প্রবেশদ্বার রয়েছে, যার মধ্যে ৬টি সবসময় খোলা থাকে। সেখানে ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে পুলিশ মোতায়েন থাকার কথা। তা সত্ত্বেও কীভাবে এক যুবক তিনটি তরবারি নিয়ে দরগার ভিতরে প্রবেশ করল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।