ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বক্স অফিসে যখন সলমনের সিকন্দরের পর সানি দেওলের (Akshay Kumar) জাটের দৌরাত্ম্য, ঠিক সেই সময় মুক্তি পেল অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘কেশরী চ্যাপ্টার ২’ (Kesari Chapter 2) । ১৮ এপ্রিল বড়পর্দায় ছবিটি মুক্তি পেতেই হাজির একগুচ্ছ প্রশ্ন। অনেকেই বলছেন, ছবিটি আদৌ ব্যবসা করতে পারবে তো? জাটের ঝড় সামলাতে পারাটা খুব মুশকিল। এমনটাই মনে করছেন সানির অনুরাগীরা। শোনা গেল আরেকটি বড় খবর। ‘কেশরী ২’ ছবির জন্য অক্ষয় কুমার কত পারিশ্রমিক নিয়েছেন?
বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই (Akshay Kumar)
যদি ২০২৫ সালে হিন্দি বক্স অফিসের কথা বলা হয়, তাহলে কিন্তু সব ছবি (Akshay Kumar) ভালো ব্যবসা করতে পারেনি। সলমনের সিকন্দর পর্যন্ত বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে হ্যাঁ, ঝড়ের গতিতে এগিয়ে চলেছে সানি দেওলের জাট। বেশিদিন হয়নি মুক্তি পেয়েছে। এক সপ্তাহ মতো হয়েছে। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে জাটের সিক্যুয়েলের। তার মাঝেই শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’। ছবিটি নিয়ে বেশ আশাবাদী অক্ষয় কুমার। সোজা কথায়, বক্স অফিসে এখন চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
চার বছর পর অপেক্ষার অবসান (Akshay Kumar)
অক্ষয়ের ছবিটি দেখে দর্শকদের মনে পড়ছে জালিয়ান ওয়ালাবাগের (Akshay Kumar) নৃশংস ঘটনার কথা । প্রযোজক করণ জোহর চার বছর আগে এই সিনেমা তৈরির ঘোষণা করেছিলেন। চার বছর পর সেই অপেক্ষার অবসান। ছবিটিতে অক্ষয়কে দেখা গিয়েছে এক প্রতিবাদী ভারতীয়র ভূমিকায়। গর্জে উঠেছেন তৎকালীন ব্রিটিশ রাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে।
অক্ষয়ের শর্ত (Akshay Kumar)
ছবিটিতে অভিনয়ের জন্য অক্ষয় কুমার কত পারিশ্রমিক নিয়েছেন? এই প্রশ্ন এখন ঘুরছে বলিউডের অন্দরে। এবার অভিনেতাকে বলতে শোনা গেল তাঁর পারিশ্রমিক নিয়ে। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, অক্ষয় কুমার ছবি পিছু পারিশ্রমিক নেন প্রায় ৬০ কোটি থেকে ১৪৫ কোটি টাকা পর্যন্ত। যদিও এই অঙ্ক বাড়তে কিংবা কমতেও পারে। পুরোটাই নির্ভর করে ছবির বাজেটের উপর। তবে অধিকাংশ ক্ষেত্রে তিনি নির্ধারিত কোনও পারিশ্রমিক নেন না। বরং ছবির আয়ের থেকে লভ্যাংশ পান। সেই শর্তেই নাকি তিনি কাজ করেছেন ‘কেশরী ২’ ছবিতে।

আরও পড়ুন: Mid Day Meal Investigation: এক থালায় দুই বন্ধুর মিড-ডে মিল খাওয়ায় তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের
পারিশ্রমিক হিসেবে পান আয়ের লভ্যাংশ
সম্প্রতি পারিশ্রমিক সম্পর্কে অভিনেতাকে বলতে শোনা যায়, বর্তমানে কোনও ছবিতে কাজ করার সময় তিনি পারিশ্রমিক দাবি করেন না। তার পরিবর্তে আয়ের লভ্যাংশ নেওয়ার কথা বলেন। আর যদি ছবি সফল হয়, তখন পারিশ্রমিকের হিসেবে ছবির আয়ের থেকে একটা অংশ নেন। ছবি ব্যর্থ হলে কিছুই পান না। যদিও অভিনেতা কেশরী ২ ছবির জন্য কত টাকা নিয়েছেন, তা এখনও জানা যায়নি।