ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া (Akshaya Tritiya 2025) তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। আজ ৩০ এপ্রিল ২০২৫ বুধবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি। এই বছর অক্ষয় তৃতীয়ায় একাধিক শুভ যোগ রয়েছে। লক্ষ্মী নারায়ণ রাজযোগ, রবি যোগ, ধন যোগ, সর্বার্থ সিদ্ধি যোগের মতো অনেকগুলি শুভ যোগ থাকায় এই বছর অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। হিন্দুধর্মে যে কোনও শুভ কাজ করার জন্য অক্ষয় তৃতীয়া দিনটি হল গোটা বছরের মধ্যে সবচেয়ে শুভ। এই দিন থেকে এক যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা হয় বলে মনে করা হয়। জ্যোতিষ গণনা বলছে আজ এই বিশেষ দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন তিন রাশির জাতকরা।
মকর রাশি (Akshaya Tritiya 2025)
আজ অক্ষয় তৃতীয়ায় সারাদিন মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে মকর রাশির জাতকদের উপর (Akshaya Tritiya 2025)। আজ আপনি কোনও শুভ খবর পেতে পারেন। কোনও বড় চুক্তি আজ সই করতে পারেন মকর রাশির ব্যবসায়ীরা। সম্পত্তি কেনার যোগ আছে। পুরনো বিনিয়োগ থেকেও মোটা টাকা লাভ করতে পারেন। এর ফলে আজ আপনার আর্থিক পরিস্থিতি অনেকটাই শক্তিশালী হবে।

কন্যা রাশি (Akshaya Tritiya 2025)
কন্যা রাশির জাতকরা আজ অক্ষয় তৃতীয়ায় নতুন সম্পত্তি কিনতে পারেন (Akshaya Tritiya 2025)। এই দিনে আপনার মা লক্ষ্মীর কৃপায় নতুন গাড়ি, বাড়ি, জমি কেনার যোগ আছে। আজ আপনি যে শুভ কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। আজ কন্যা রাশির জাতকদের পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। কোনও ধর্মীয় কাজেও আপনি যোগ দিতে পারেন।

আরও পড়ুন: Akshaya Tritiya 2025: জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিন কোন রাশির জাতকের কী কেনা শুভ
কুম্ভ রাশি
আর্থিক দিক থেকে আজ অক্ষয় তৃতীয়ায় বিশেষ ভাবে লাভবান হতে চলেছেন মকর রাশির জাতকরা। আপনার উপর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আজ বজায় থাকবে। অতিরিক্ত বেশ কিছু অর্থ উপার্জন করার ফলে আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন কুম্ভ রাশির জাতকরা। তবে ব্যবসায় আপনার সঙ্গী কিছু সমস্যা তৈরি করতে পারে, তাই সতর্ক থাকা জরুরি।
