ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সৌদি আরব পর্ব শেষ হল নেইমারের(Neymar)। সৌদি আরবেরে(Saudi Arabia) ক্লাবে সই করার পর থেকেই চোটের কারণে ভুগছিলেন নেমার। ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সেই নেমারকে এ বার ছেড়েই দিল আল হিলাল(Al Hilal)। আল হিলাল জানিয়ে দিল পারস্পরিক সম্মতির ভিত্তিতেই নেইমারের সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হল।
নেইমার-আল হিলাল সম্পর্কে ইতি(Neymar)
স্যান্টোস আগেই জানিয়েছে, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ করে নেইমার(Neymar) যোগ দেবেন ব্রাজিলের ঐতিহাসিক ক্লাবে। সেই খবরেই সিলমোহর পড়ল। আল হিলালের সঙ্গে সম্পর্ক ছেদ হল ব্রাজিলিয়ান তারকারা। সৌদির ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল ক্লাব(AlHilal Club)। মঙ্গলবার আল হিলালের পক্ষ থেকে জানানো হয়, “নেমার এবং আল হিলাল দু’পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করল। ক্লাবের জন্য নেমার যা করেছে, সেটার জন্য ধন্যবাদ। আগামী দিনে আরও সাফল্য পাক নেমার।” একটা পোস্টেই নেইমার এবং আল হিলালের সম্পর্ক অতীত হয়ে গেল।
১৮ মাসে মাত্র সাতটি ম্যাচ!(Neymar)
২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার(Neymar)। রেকর্ড অঙ্কের বিনিময়ে সৌদি মুলুকে পা দিয়েছিলেন তিনি। চোখে ছিল স্বপ্ন। সেই মরসুমে তাঁর বেতন ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯০ কোটি টাকা। কিন্তু গোটা মরসুমে মাত্র ৪২ মিনিট খেলেছিলেন তিনি। বাকি সময় চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল। অর্থাৎ, প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার হয়েছিল নেমারের। চোটজনিত সমস্যায় মাত্র সাতটি ম্যাচই খেলতে পারেন নেইমার। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে চোট ছিটকে দিয়েছিল নেইমারকে। এক বছর মাঠের বাইরে ছিলেন ব্রাজিলীয় তারকা।
নেইমারের নতুন ঠিকানা এবার স্যান্টোস?
চোট সারিয়ে ফেরার পরে গত বছরের অক্টোবর ও নভেম্বরে দু’টি ম্যাচে মাঠে নামেন অল্প সময়ের জন্য। ফের চোটের কবলে পড়েন তিনি। নেইমারকে নিয়ে জল্পনা বেশ কয়েকদিন ধরেই। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে পারেন তিনি। এমনও শোনা গিয়েছিল। দিনকয়েক ধরে শোনা যাচ্ছিল, সৌদির ক্লাব ছেড়ে নেইমার ফিরে যাবেন স্যান্টোসে। এবার হয়তো নেইমারের পরবর্তী ঠিকানা দেশের ঐতিহাসিক ক্লাব। শোনা গিয়েছে, নেমারের ছোটবেলার ক্লাব স্যান্টসের সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরনো ক্লাবে সই করতে পারেন তিনি।
আরও পড়ুন: Virat Kohli: ১২ বছর পর রঞ্জিতে প্রত্যাবর্তন বিরাটের, বিশেষ প্রস্তুতি কিং কোহলির