ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বয়স এখন মাত্র সবে আড়াই। এই বয়সেই রীতিমত কামাল দেখাচ্ছে রণবীর (Ranbir Kapoor) এবং আলিয়ার (Alia Bhatt) মেয়ে ছোট্ট রাহা (Raha)। রীতিমত নিখুঁত ভাবে ফ্রেমবন্দি করল মা আলিয়াকে। খুদের কীর্তিতে প্রশংসায় ভাসছে নেটপাড়া। কি এমন করল রাহা?
পিসিদের থেকে পিছিয়ে নেই রাহা (Alia Bhatt)
সম্প্রতি আলিয়া (Alia Bhatt) শেয়ার করেছেন একটি ছবি। যে ফ্রেমে কিন্তু তিনি একাই রয়েছেন। তাঁর কোলে রয়েছে এক সন্তান। তবে এই সন্তান রাহা নয়, অভিনেত্রীর প্রিয় পোষ্য। ছবিটি তুলে দিয়েছে ছোট্ট রাহা। কাপুর পরিবারের মেয়ে। এর আগে রাহার দুই পিসি করিশ্মা করিনার কাজে বারংবার মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। তাছাড়া কাপুর পরিবারের মেয়েরা অন স্ক্রিন কিংবা অফ স্ক্রিন, সবেতেই সুপারহিট। সেখানে পিছিয়ে রইল না রণবীর কাপুরের আদরের মেয়ে রাহাও।
লাইম লাইটে মিষ্টি লুক (Alia Bhatt)
মা-বাবা দুজনেই তারকা। বলা ভালো আলিয়া (Alia Bhatt) এখন গ্লোবাল তারকা। প্রায় দিনই খবরের শিরোনামে থাকেন। রাহাও কিন্তু কম যায় না। তার মিষ্টি হাসি এবং ফ্লাইং কিস দিয়ে জয় করে নিয়েছে লক্ষ লক্ষ ভক্তদের মন। এই বয়সেই রাহার আলাদা একটা ফ্যান বেশ তৈরি হয়ে গিয়েছে। লাইম লাইটে এসেছে তার মিষ্টি লুক। অন্যান্য সেলেব সন্তানদের মতো ক্যামেরা দেখলে রাহা একেবারেই বিরক্ত হয় না। বরং সে ক্যামেরার সামনে পোজ দিতে ভালোই বাসে। বলা হয়, রাহা নাকি বেশ ক্যামেরা প্রিয়। তবে তার হাত যে ছবি তুলতেও পোক্ত, তা প্রমাণ করে দিচ্ছে আলিয়ার এই সাম্প্রতিক ছবিটি।

রাহার ছবি ডিলিট
সইফ আলি খানের বাড়িতে হামলা ঘটনার পর থেকে আলিয়া এবং রণবীর মেয়ের বিষয়ে একটু কড়া হয়েছেন। মেয়ের ছবি আর নেট পাড়ায় পোস্ট করেন না। শুধু তাই নয়, অতীতে পোস্ট করা রাহার সমস্ত ছবি ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: Met Gala 2025: মেট গালায় ইতিহাস তৈরি করবেন শাহরুখ! দেখা যাবে কোন লুকে?
আলিয়ার পোস্টে রাহার গল্প
সম্প্রতি আলিয়া যে ছবিটি পোস্ট করেছেন, তার নেপথ্যে রয়েছে রাহার গল্প। ছবিতে দেখা যায়, আলিয়া তাঁর পোষ্য বিড়াল এডওয়ার্ডকে দুই হাতে আগলে রেখেছেন। ছবিটি বলে দিচ্ছে, রাহা ফটোগ্রাফার হিসেবে একেবারেই অপরিপক্ক নয়। বেশ পরিষ্কার ছবি তুলেছে সে। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “আমার রাজপুত্রের সঙ্গে ছবি তুলে দিল আমার রাজকন্যা।”
আরও পড়ুন: Puber Moyna: ‘ইচ্ছাধারী নাগক
প্রাক্তনের উপহার
গত ১১ই এপ্রিল ছিল পোষ্যদিবস। এই বিশেষ দিন উপলক্ষে বিড়াল এডওয়ার্ডের সঙ্গে ছবি শেয়ার করেন আলিয়া। শোনা যায়, এই পোষ্যটি নাকি আলিয়াকে উপহার দিয়েছিলেন প্রাক্তন সিদ্ধার্থ মালহোত্রা। দুজনের পথ আলাদা হলেও পোষ্যকে নিজের সন্তানের মতই খেয়াল রাখেন আলিয়া। এডওয়ার্ডের যত্নে বিন্দুমাত্র খামতি রাখেননি তিনি।