ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রণবীর (Ranbir Kapoor) পত্নীর (Alia Bhatt) হল টা কী? সেলিব্রিটিদের সন্তানরা কি এরকমই হন? এর আগে তো রাষ্ট্রপতির নাম (President name) ভুল বলেছিলেন। এবার শোনা গেল, কিশোর কুমারকে (Kishore Kumar) নাকি তিনি চিনতেন না!
কেন এমন কথা? (Alia Bhatt)
এমন বেফাঁস মন্তব্যর কারণটা কী? আর সত্যি কি এমনটা সম্ভব? যেখানে তিনি (Alia Bhatt) বিনোদন দুনিয়ায় মানুষ। বিনোদন দুনিয়া দেখে বড় হয়েছেন। ছোট থেকে দেখে এসেছেন তাঁর পরিবারকে বিনোদন দুনিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে। নিজেও খুব অল্প বয়সে সাফল্যের সঙ্গে বিনোদন দুনিয়ায় পা রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিভাবে বললেন যে, তিনি কিশোর কুমারকে চিনতেন না?
সবাই চেনে বিখ্যাত গায়ককে (Alia Bhatt)
কিশোর কুমার এমন একজন শিল্পী গোটা ভারত কেন, ভারতের বাইরে বিদেশেও প্রচুর সুনাম কুড়িয়েছেন। একজন কিংবদন্তি তিনি। তাঁকে চেনেন না, এমন কথা একটু আশ্চর্য রকমের। বোকা রকমের কথা হয়ে গেল, বলে মনে করছেন নেটিজেনরা। আসল ব্যাপারটা কী হয়েছে? (Alia Bhatt) চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Dev-Jisshu in Khadaan: যিশুকে ইমোশনাল ব্ল্যাকমেইল, খাদানের শ্যুটিংয়ে দেবের অদ্ভুত কান্ড
গোয়ায় চলচ্চিত্র উৎসব
২০২৪ সালে ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গোয়ায় অনুষ্ঠিত হয়। এখানে রাজ কাপুরের জন্ম শতবর্ষে উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের রণবীর কাপুর যোগ দেন। দাদুর বিষয়ে বিভিন্ন কথা জানান। ভারতীয় সিনেমায় তাঁর অবদান নিয়ে কথা বলতে গিয়েই আলিয়ার এমন বেফাঁস মন্তব্যটি বলে ফেলেন।
কী বললেন রণবীর
তিনি জানান, আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ডিসেম্বর পর্যন্ত কাপুর পরিবারের পক্ষ থেকে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। আর এর পরই রণবীর বলেন, “এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা তাঁর কাজ দেখেননি। যেমন আমার সঙ্গে যখন আলিয়ার প্রথম দেখা হয়েছিল ও আমায় প্রশ্ন করেছিল, কিশোর কুমার কে?” পরে আবারও বলেন, “এটাই তো জীবনের বৃত্ত। শিল্পীরা বিস্মৃতির অতলে চলে যায়, আবার নতুন শিল্পীরা চলে আসেন। আমাদের শিকড় কোথায় সেটা মনে রাখা খুব জরুরি।”
কালজয়ী গায়ক
কিশোর কুমার যিনি একাধারে পরিচালক, গীতিকার, সুরকার। এক কথায় তিনি ছিলেন ভারতের এক কালজয়ী কিংবদন্তি শিল্পী। আর সেখানে তাঁকে নিয়ে আলিয়ার এমন মন্তব্য, যা সবাই শুনে হতবাক! উপস্থিত দর্শকের মধ্যে থেকে অনেকেই আবার রণবীরকে পাল্টা প্রশ্ন করেন, ‘এটা সত্যি’? রণবীর স্ত্রীর অজ্ঞতা স্বীকার করেন।
সংরক্ষনের দায়িত্ব
অভিনেতার মতে, “আজকের প্রজন্ম নিজেদের শিল্প-সংস্কৃতিকে সংরক্ষণ করার দায়িত্ব প্রত্যেকের। প্রতিটি প্রজন্মের জীবনটা একটা চক্রের মত। এই বিশিষ্ট মানুষগুলোকে অনেকেই ভুলে যাচ্ছে। নিজেদের উৎসকে মনে রাখাটা কর্তব্য।” উল্লেখ্য, এর আগে আলিয়া রাষ্ট্রপতির নামও ভুল বলেছিলেন এক শোয়ে। তাতে তুমুল ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল তাঁকে। যদিও আলিয়ার নিজেই নিজের মশকরা করে একটি ভিডিয়ো তৈরি করেছিলেন।