ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আলিয়ার হাত ধরলেন না নিতু। তারকাদের জীবন যেন বাস্তবেও বড্ড রঙিন। কখনও ভালো, তো কখনও খারাপ। আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে তাঁর শাশুড়ির নিতু কাপুরের (Neetu Kapoor) সম্পর্ক সব সময় ভালো। এমনটাই দেখা যায়। কখনও ক্যামেরার সামনে, দেখা গিয়েছে দুজনকে হাত ধরে চলতে। কখনও বা দেখা গিয়েছে আলিঙ্গন করতে। নেটিজেনরা বলেন, নিতু কাপুর মেয়ের মতোই আলিয়াকে আগলে রাখেন। কিন্তু এবার কী হল? আলিয়াকে পাত্তাই দিলেন না। আলিয়া হাত বাড়ালেও, সেই হাত ধরলেন না নিতু। তাও আবার সবার সামনে।
বলিউডে আলিয়ার শক্ত জমি (Alia Bhatt)
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটা ভিডিও (Video) ঘোরাঘুরি করছে। বলা হচ্ছে, কাপুর পরিবারে (Kapoor family) নাকি তুমুল অশান্তি! আলিয়াকে (Alia Bhatt) দেখে মুখ ঘুরিয়ে নিলেন রণবীর কাপুরের (Ranbir Kapoor) মা নিতু। কাপুর পরিবারের বৌমা বলে কথা, কিন্তু সেই আলিয়াকে পাত্তা দিলেন না তাঁর শাশুড়ি। কিন্তু কেন? অভিনেত্রী হিসেবে বলিউডে একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন আলিয়া। গত কয়েক বছরে বলিউডে নিজের জায়গাটা শক্ত করে ফেলছেন। যত দিন যাচ্ছে, ততই যেন বেশি করে নজর কাড়ছেন।
অলিয়ার কাঁধে অনেক দায়িত্ব (Alia Bhatt)
সময়টা ২০২২। অভিনেতা রণবীর কাপুরকে ভালোবেসে বিয়ে করেছেন আলিয়া (Alia Bhatt)। দু’জনের সংসারে এসেছে ছোট্ট সন্তান। মেয়েরা রাহাকে নিয়ে আলিয়ার সুখের সংসার বলতে পারেন। তাঁর কাঁধে এখন দায়িত্ব অনেক। একদিকে ঋষি কাপুর এবং নিতু কাপুরের পুত্রবধূ বলে কথা। কয়েকদিন আগেই, কাপুর পরিবারে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেপথ্যে, রাজ কাপুরের ১০০তম জন্মদিন সেলিব্রেশন। যেখানে উপস্থিত ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকা। ছবি শিকারীদের ভিডিওতে পুরো কাপুর পরিবারকে এক ফ্রেমে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Dhumketu: দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’র কবে মুক্তি? বড় বার্তা প্রযোজকের
ঠিক কী হয়েছিল?
প্রতিটি ভিডিও দেখলেই বোঝা যায়, নিতু কাপুর আলিয়াকে নিজের মেয়ের মতো আগলে রাখেন। আলিয়াকে পুত্রবধূ হিসেবে নিজের মাথায় তুলে রাখেন। কিন্তু এবার যে দৃশ্য ঘটল, তা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন । ওই অনুষ্ঠানে রেড কার্পেট দিয়ে হেঁটে আসছিলেন নিতু। দূর থেকে তাঁকে দেখতে পেয়ে আলিয়া শাশুড়ির হাত ধরতে এগিয়ে গেলেন। কিন্তু নিতু কাপুর আলিয়াকে যেন দেখতেই পেলেন না। বৌমাকে গুরুত্ব তো দূর। হাতটা বাড়িয়ে পর্যন্ত দিলেন না। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: Raj Chakroborty: ভুল বুঝছে মানুষ, খাদান নিয়ে রাজ খারাপ কথা বলেননি!
সবটাই গুঞ্জন!
সবটাই গুঞ্জন! অনেকেই বলেছেন, আলিয়া আর নিতুর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এমনটা রটলেও, সবটাই গুঞ্জন। বলছেন আলিয়ার অনুরাগীরা। কারণ ওই অনুষ্ঠানে তাঁদের দুজনকে বহু ছবিতে দেখা গিয়েছে। তাই একটি ভিডিও দেখে এভাবে বিচার করা উচিত নয়। আর তাছাড়া যদি সত্যি কাপুর পরিবারের অন্দরে কোনও সমস্যা তৈরিও হয়, সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশে আসেনি।