ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজের মেহেন্দির পোশাকে ফের পার্টিতে হাজির আলিয়া ভট্ট (Alia Bhatt re-wear mehndi lehenga)। সম্প্রতি মুম্বইয়ে (Mumbai) হয়ে গেল বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার (Manish Malhotra) দিওয়ালি পার্টি (Diwali party )। এই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের সব পরিচিত মুখেরা।
কারা ছিলেন পার্টিতে?
এই পার্টিতে সবার সাজ পোশাক ছিল নজরকাড়ার মতো। এই পার্টিতে উপস্থিত হয়েছিলেন শ্রদ্ধা কাপুর, আনন্যা পান্ডে, গৌরী খান, সুহানা খান, রেখা, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাবানা আজমিন, আলিয়া ভট্ট সহ বলিউডের একাল এবং সেকালের একাধিক পরিচিত মুখেরা।
নজরকাড়া পোশাক আলিয়ার (Alia Bhatt re-wear mehndi lehenga)
ঐদিন সমস্ত তারকাদের পোশাক ও সাজগোজের উপর নজর ছিল দর্শকদের তীব্রভাবে। এরই মাঝে সব থেকে বেশি নজর কেড়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সমস্ত তারকা যখন নতুনত্বের ছোঁয়া নিয়ে পার্টিতে প্রবেশ করছেন, ঠিক তখনই নিজের মেহেন্দির (mehndi) পোশাকটি পুনরায় পরে পার্টিতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট।
আগেও পড়েছেন পুরনো পোশাক (Alia Bhatt re-wear mehndi lehenga)
এর আগে দেখা গিয়েছিল, তিনি তার বিয়ের শাড়িটি রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার দিন পরে গিয়েছিলেন। এবারও নিজের মেহেন্দির লেহেঙ্গাটি (mehndi lehenga) আবার পরে (re-wore) দর্শকমহলের মধ্যে সবথেকে বেশি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠলেন।
কী বলেছিলেন আলিয়া?
এর আগে অভিনেত্রী আলিয়া ভট্ট জানিয়েছিলেন, তিনি তার সমস্ত জামাকাপড় বারংবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অনুষ্ঠানে পরেন। তারকাদের ক্ষেত্রে দেখা যায়, এক পোশাক তারা দ্বিতীয়বার কোনও অনুষ্ঠানে আর পরেন না। কিন্তু আলিয়া ভট্ট স্পষ্ট ভাষায় জানান, তিনি একদমই এরকম নন। তিনি তার সব জামাকাপড় বারংবার বিভিন্ন অনুষ্ঠানে পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
খুশি দর্শকরা
দর্শকরা তার মেহেন্দির পোশাকটি তাকে দ্বিতীয়বার পড়তে দেখে ভীষণই আপ্লুত হয়েছেন। সেই ছবিটি বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, আর অভিনেত্রীকে জানাচ্ছেন সাধুবাদ।