ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ১৫ মার্চ আলিয়া ভাটের (Alia Bhatt) জন্মদিন। কিন্তু তার দুদিন আগেই সবার সঙ্গে জন্মদিন সেলিব্রেশন (Alia Birthday Celebration) করলেন তিনি। তাও আবার একটু অন্যরকম ভাবে। দেখে প্রশংসায় ভাসছে নেটদুনিয়া। ৩২ বছরে পা রাখতে চলেছেন আলিয়া ভাট। কাপুর পরিবারের বৌমা বলে কথা। তাঁর জন্মদিনে যে বিশেষ আয়োজন থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার অভিনেত্রী জন্মদিন উদযাপন শুরু করলেন কিছুদিন আগে থেকে। তাও আবার জন্মদিন পালন করলেন ফটো শিকারিদের সাথে। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল সেই ভিডিও। এছাড়াও সম্প্রতি দেখা গিয়েছিল, নিজের জন্মদিন উপলক্ষে অভিনেত্রীর অনুরাগীরা সারমেয়দের জন্য ভ্যাকসিনেশনের আয়োজন করেছিলেন।
স্ত্রীকে ভালোবাসায় আগলে রেখেছেন রণবীর (Alia Birthday Celebration)
সম্প্রতি যে ভিডিওটি সামনে এসেছে, সেখানে দেখা যায় রণবীরের (Ranbir Kapoor) বাহুডোরে রয়েছেন আলিয়া (Alia Birthday Celebration)। স্ত্রীকে রীতিমত ভালোবাসায় স্নেহে আগলে রেখেছেন রণবীর। দু’জনেই ছিলেন সাদামাটা পোশাকে। রণবীরের কোলে বসে সবার সঙ্গে অভিনেত্রী ছবি তোলেন। কেক কাটার সময় আনন্দে নাচতে দেখা যায় তাঁকে। ক্যামেরাবন্দি হয় তাঁদের সেই খুনসুটি মুহূর্ত। শুধু তাই নয়, রণবীর স্ত্রীর কপালে আদুরে চুম্বন দিয়ে কেক খাইয়ে দেন। একটু কেক মাখিয়ে দেন আলিয়ার গালে।
মোক্ষম জবাব (Alia Birthday Celebration)
মাঝেমধ্যেই বহু সমালোচক রণবীরের দিকে আঙুল তোলেন (Alia Birthday Celebration)। রণবীরকে নিয়ে অভিযোগ করেন। বলেন অভিনেতা একাধিক নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের জন্য এই ভিডিও মোক্ষম জবাব। এমনটাই বলছেন বহু আলিয়া অনুরাগী। আলিয়া এবং রণবীরের সম্পর্কের মিষ্টি মুহূর্ত দেখে ভীষণ খুশি তারা।
মিষ্টি লুকে আলিয়া
এই দিন অভিনেত্রীর পরনে ছিল প্রায় সাড়ে ২২ হাজার টাকার পিচ রঙের চান্দেরি কুর্তি। একেবারে হালকা মেকআপে ভীষণ মিষ্টি লাগছিল অভিনেত্রীকে। এই দিনের অনুষ্ঠানে বলিউডের এই বিখ্যাত দম্পতি তাঁদের আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন: Srabanti Chatterjee: হোলিতে রং মাখতে শ্রাবন্তীর পাগলামি, তাঁকে পাহারা দিত কে? জানুন বিস্তারিত
স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে রণবীরের ঘোষণা
স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে রণবীর বড় ঘোষণা করেছেন। ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে রীতিমত একচেটিয়া ব্যবসা করেছিল। সেই ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন রণবীর-আলিয়া। কেক কাটার পর স্ত্রীকে পাশে নিয়েই রণবীর জানান, ” খুব শীঘ্রই আমরা ‘ব্রহ্মাস্ত্র ২’ এর ঘোষণা করতে চলেছি আনুষ্ঠানিক ভাবে। ছবির পরিচালক বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। ওটা রিলিজ হলেই, শুরু হয়ে যাবে ব্রহ্মাস্ত্রের (Brahmastra) সিক্যুয়েলের কাজ।” প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love & War) ছবিতেও দুজনকে এক ফ্রেমে দেখা যাবে।