Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খাস কলকাতায় (Kolkata News) একের পর জায়গায় দুষ্কৃতী হামলা। আজাদগড়ের পর এবার এন্টালি। শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় দুষ্কৃতী হামলার মুখে প্রতিবাদকারীরা। ঘটনার পর এন্টালি থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।
জানা গেছে, রবিবার রাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন। তারপরেই দুষ্কৃতীরা এসে ইট মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। প্রতিবাদী সায়ন কুণ্ডুর দাবি তাঁরা বাড়ির সামনে এবং প্রকাশ্যে রাস্তায় শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন। বাজি ফাটানোর প্রতিবাদ করায় ইটের আঘাতে সায়ন কুন্ডু নামে এক তরুণের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে গালিগালাজ করা হয় প্রতিবাদীর বাবা এবং মাকে। তাঁর বাবা সুশীল কুন্ডুকেও মারধর করা হয়েছে বলে দাবি আক্রান্ত তরুণের।
আরও পড়ুন: Harassment: ক্যাব চালকের হেনস্তার মুখে মহিলা জুনিয়র ডাক্তার, তদন্ত শুরু পুলিশের
আরও পড়ুন: যুগলকে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর! উদ্ধার করতে গিয়ে আহত পুলিশ
কলকাতা পুরসভার ১৫৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই বসতিতে সরু গলির দু’ধার দিয়ে বাড়ি। সেখানেই একটি বাড়িতে থাকেন সায়ন। বাড়িতে রয়েছেন তাঁর বয়স্ক বাবা-মা। রবিবার রাতে ওই সরু গলির মধ্যে তাঁদের বাড়ির সামনে শব্দবাজি ফাটানো হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করাতেই ‘আক্রান্ত’ হন সায়ন। রক্তাক্ত অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সায়নকে। এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে আটক করেছে এন্টালি থানার পুলিশ।