ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্তান প্রসব না করিয়ে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হল প্রসূতি মাকে! পুনরায় হাসপাতালে নিয়ে এলে রোগীকে মারধরের অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। ঘটনার জেরে বিক্ষোভে রোগীর পরিবারের সদস্যরা। তুমুল উত্তেজনা র্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে।
জানা গিয়েছে, বড়ঞার ভবানীনগর গ্রামের বাসিন্দা মতিয়ারা খাতুন। তিনি প্রসব যন্ত্রণা নিয়ে রবিবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হন। কিন্তু রবিবার বিকালে ফিরিয়ে দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। তবে রবিবার রাতেই বাড়িতে পুত্র সন্তানের জন্মদেন মতিয়ারা খাতুন। মধ্যে রাতেই পুত্র সন্তান সহ মাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: Mamata Banerjee: দু’দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে জিটিএ-র সঙ্গে বৈঠক
আরও পড়ুন: Young woman commits suicide: পোষ্য সারমেয় নিয়ে পুজো মণ্ডপে ঢোকায় কটুক্তি! অবসাদে আত্মঘাতী যুবতী!
অভিযোগ, তখন কর্তব্যরত চিকিৎসক শুভেন্দু দত্ত ও একজন নার্স নাড়ি কাটার জন্য টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা জানান, অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেন তাঁরা। উত্তপ্ত বাক্য বিনিময় চলার সময়েই প্রসূতিকে মারধর করা হয়। মতিয়ারা খাতুনকে মারধর করা হলে বিষয়টি জানানো হয় রোগীর পরিবারকে। আর তারপরেই শুরু হয় বচসা।
ঘটনার জেরে কান্দি মহকুমা হাসপাতালে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।