ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গ্রেফতার অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় আল্লু অর্জুনকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police)। পুষ্পা ২-এর প্রিমিয়ারে গণ্ডগোলের জেরে বানজারা হিলের বাড়ি থেকে গ্রেফতার অভিনেতা ।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ (Puspa 2) সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা আল্লু অর্জুন। মহিলা অনুরাগীর মৃত্যুতে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) নামে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই দক্ষিণী সুপারস্টারকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই দেশের বিনোদুনিয়া তোলপাড়।
আরও পড়ুন: Jeet: জিতের লাকি সংখ্যা ১২, এই ম্যাজিকেই এত উন্নতি! আসল ব্যাপারটা কী?
আরও পড়ুন: Pushpa 2 The Rule: ২০০০ কোটির ক্লাবে যাবে ‘পুষ্পা ২’! দেশজুড়ে আল্লুর ঝোড়ো ব্যাটিং
মহিলা অনুরাগীর মৃত্যুতে পরিবারের তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্ট, অভিনেতা ও তাঁর নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পুলিশের কথায়, তাঁদের কাছে এই প্রিমিয়ারের বিষয় কোনও স্পষ্ট বার্তা যায়নি। সেই সূত্রেই শুক্রবার চিক্কাপল্লী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর দুটি মামলা দায়ের করা হয়েছে অভিনেতা তাঁর টিম ও আয়োজকদের বিরুদ্ধে (BNS section 105 118(1) r/w 3(5))। আইন অনুযায়ী যাঁর বা যাঁদের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাঁরা প্রত্যেকেই দায়ী। সেই সূত্রেই আল্লু অর্জুনকে গ্রেফতার করা।