ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউনূসের হাতে সংঙ্কটে বাংলাদেশী হিন্দুরা! হিন্দুদের নামে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ।
সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দমছেন না চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রতিবিপ্লবের প্রহর গুনছে ইউনূস সরকার! হাসিনা সরকারের পতনের ৩ মাস পরও অশান্তির আগুন থামছে না পড়শি বাংলাদেশে। বারে বারে আন্তর্জাতিক সংবাদ শিরোণামে উঠে আসছে বাংলেদেশে অশান্তির কথা। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের কথা।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখনও পর্যন্ত বাংলাদেশে ৪৪ জন হিন্দুদের নামে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে তাঁরা যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনের নেতৃত্বকে খতম করার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে। এমনকি গ্রেফতার হয়েছেন, চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
তিনি জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহের এই মামলা প্রত্যাহারের জন্য সোমবার পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশি হিন্দু সংগঠনগুলি। সেই সময়সীমা পেরিয়ে গেলে, তাঁরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবেন। ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত ১৮ জনের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/must-win-usa-election-for-donald-trump-to-avoid-jail/
গত ২৫ অক্টোবর, চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় একটি সমাবেশ ডেকেছিল হিন্দু সংগঠনগুলি। সেই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকার চেয়ে উঁচুতে গেরুয়া পতাকা লাগানো হয়েছে বলে অভিযোগ করে, চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী-সহ ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি-র নেতা ফিরোজ খান।
আরও পড়ুন: https://tribetv.in/trinamool-bjp-candidates-attack-on-taldangra-assembly-by-election/
সভার আয়োজকদের দাবি, ওই পতাকাটির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তারা আরও অভিযোগ করেছে, যে পতাকাটিকে বাংলাদেশের জাতীয় পতাকা বলে দাবি করা হচ্ছে, সেটি একটি ইসলামপন্থী সংগঠনের পতাকা। যদিও সেসব দাবি নস্যাৎ করে দিয়ে বারে বারে পদ্মাপারে আক্রান্ত হতে হচ্ছে হিন্দুদের।