পঞ্চায়েত হিংসার বলি ৫৪, পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর: হাইকোর্ট

সোমবার সেই মামলার শুনানিতে অধীর রঞ্জন চৌধুরীর আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানান, নির্বাচনী হিংসায় মৃত ৫৪ জনের মধ্যে মাত্র ১৭ জনের পরিবার হোম গার্ডের চাকরি পেয়েছে।

পঞ্চায়েত হিংসার বলি ৫৪, পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর: হাইকোর্ট
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আগামী শুক্রবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি। এই মামলার শুনানি শেষ হলে তবেই বাকি সমস্ত মামলার শুনানি করা হবে। বাকি সমস্ত মামলার শুনানি ৬ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্যের কাছে পঞ্চায়েত নির্বাচনে ৫৪ জন মৃতের ক্ষতিপূরণের বিষয়ে যে তথ্য চেয়েছিল আদালত, সেই সংক্রান্ত রিপোর্ট দিতে আরও সময় চাইলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি আগামী সোমবার এই সংক্রান্ত হলফনামা জমা দেবেন আদালতে।

রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনের বলি ৫৪ জন। মৃতদের পরিবারের সদস্যকে প্রতিশ্রুতি মতো রাজ্য সরকার হোম গার্ডের চাকরি ও ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে কিনা, দেওয়া হলেও কতজনের পরিবার সেই ক্ষতিপূরণের টাকা ও চাকরি পেয়েছে, তা আগামী আট দিনের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। গত পঞ্চায়েত নির্বাচনে হিংসায় রাজ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন বিরোধীরা। সেই মতো গত ১৪ জুলাই প্রত্যেক মৃতের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। হিংসায় আহতদেরও সাহায্য করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ভোটের পর দু'মাস কেটে গেলেও এখনও রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো সাহায্য অনেকেই পাননি বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

সোমবার সেই মামলার শুনানিতে অধীর রঞ্জন চৌধুরীর আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানান, নির্বাচনী হিংসায় মৃত ৫৪ জনের মধ্যে মাত্র ১৭ জনের পরিবার হোম গার্ডের চাকরি পেয়েছে। কিন্তু বাকিরা এখনও কোনও প্রতিশ্রুতি মতো সরকারি সাহায্য পায়নি। এরপরই প্রধান প্রধান বিচারপতি নির্দেশ দেন, গত পঞ্চায়েত নির্বাচনে হিংসায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের নামের তালিকা জমা দিতে হবে। সেই সঙ্গে কোন মৃতের পরিবারের সদস্য হোম গার্ডের চাকরি পেয়েছেন এবং কারা প্রতিশ্রুতি মতো ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ পেয়েছেন, তার সমস্ত তথ্য সহ তালিকাও আগামী আট দিনের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে হলফনামা জমা দিতে আরও সময় চান রাজ্যের এডভোকেট জেনারেল। আগামী সোমবার তিনি হলফনামা জমা দেবেন বলে জানিয়েছেন আদালতকে।