Himachal Rain Update: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল টু উত্তরাখণ্ড, মৃত অন্তত ৬৬

ধসের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে বহু রাস্তা। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। অতিভারী বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগের বানতোলি ব্রিজ ভেঙে পড়ে।

Himachal Rain Update:  মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল টু উত্তরাখণ্ড,  মৃত অন্তত ৬৬
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: লাগাতার ভারী বৃষ্টির জেরে ভাসছে উত্তরাখণ্ড । জোশীমঠের পর এবার বৃষ্টিতে বিপত্তি রুদ্রপ্রয়াগে। গত কয়েকদিন ধরে পরিস্থিতি আরও ভয়ংকর হচ্ছে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। প্রবল বর্ষণ ও ধসে বিধ্বস্ত দুই রাজ্যের একাধিক এলাকা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬। আহতের সংখ্যাও বহু।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে দেহ উদ্ধারের কাজ। ধসের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে বহু রাস্তা। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। অতিভারী বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগের বানতোলি ব্রিজ ভেঙে পড়ে। সেতু ভেঙে পড়ায় মন্দিরে আটকে পড়েন বহু পর্যটক। যারা কেদারনাথে যাচ্ছিলেন, তারাও আটকে পড়েন। কমপক্ষে ২০০ জন পর্যটক বর্তমানে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। অনেকের অভিযোগ, তারা বিগত দুই দিন ধরে আটকে রয়েছেন। এখনও অবধি কাউকে উদ্ধার করা হয়নি।

 হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, গত ১৩ অগাস্ট থেকে টানা বৃষ্টিতে জেরবার রাজ্য। এখনও পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৬০ জন। মঙ্গলবার তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একটি সিমলার এক মন্দিরের নিচে চাপা পড়েছিল। ওই মন্দিরের নিচে এখনও ১০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বাকি দুটি দেহ উদ্ধার হয়েছে ধসের স্তূপ থেকে। শুধু তাই নয়, সিমলার কৃষ্ণনগর এলাকায় বৃষ্টির তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়ি।

বুধবার পর্যন্ত সেখানকার সমস্ত স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনও আবহাওয়ার কোনও বদলের সম্ভাবনা নেই। একইরম বৃষ্টি চলবে। হিমাচল সরকার জানিয়েছে, যত দ্রুত সম্ভব ঘরে ঘরে বিদ্যুৎ ফেরানো হবে। পানীয় জল সরবরাহও স্বাভাবিক করার চেষ্টা চলছে। হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। আগামী চারদিন এরকম টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদরা। সোমবার প্রবল বর্ষণের জেরে উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয়েছিল। তবে গতকাল থেকে ফের কাজে নেমেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মঙ্গলবারই কেদারনাথ ট্রেক রুটে, রুদ্রপ্রয়াগ জেলার লিনচোলিতে ধস নামে। ওই ধসে কমপক্ষে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও দু'দিনের জন্য চারধাম যাত্রা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।