ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাস্তুদোষের কারণে সংসারে আর্থিক সংকট থাকলে ফিটকিরি (Alum Vastu Tips) আপনার সহায়ক হতে পারে। জানেন কি বাড়ির নির্দিষ্ট জায়গায় এক টুকরো ফিটকিরি রেখে দিলে তা নেগেটিভ এনার্জি দূর করে সংসারে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। নেগেটিভ এনার্জি দূর করতে ফিটকিরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুদোষ থেকে মুক্তি পেতে ফিটিকিরি বিশেষ ভূমিকা নিতে পারে। চলুন জেনে নেওয়া যাক বাস্তু দোষ থেকে মুক্তি পেতে ফিটকিরির ভূমিকা কী।
নেগেটিভ এনার্জি সরানোর উপায় (Alum Vastu Tips)
বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে বাথরুমে এমন জায়গায় একটি বাটি রাখুন, যা সহজে কারোর নজরে না পড়ে। এই বাটিতে এক টুকরো ফিটকিরি (Alum Vastu Tips) রেখে দিন। এতে আপনার বাড়ির পরিবেশ শুদ্ধ হবে।
অর্থলাভের জন্য ফিটকিরি (Alum Vastu Tips)
বাস্তুশাস্ত্র অনুসারে ফিটকিরির অর্থকে আকৃষ্ট করার ক্ষমতা আছে। তাই আলমারি বা সিন্দুকে এক টুকরো ফিটকিরি (Alum Vastu Tips) রেখে দেওয়া শুভ। এছাড়া ফিটকিরি মেশানো জলে স্নান করলে শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। বাড়ি বা দোকানের মূল দরজার সামনে কালো কাপড়ে বেঁধে এক টুকরো ফিটকিরি ঝুলিয়ে রাখলে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না।

আরও পড়ুন: Coin Vastu Tips: ১ টাকার কয়েনে বদলে যেতে পারে আপনার ভাগ্য, কী বলছে বাস্তুশাস্ত্র?
পারিবারিক কলহ মেটানোর উপায়
সংসারে যদি শান্তি না থাকে, তার জন্যও উপকারী হতে পারে ফিটকিরি। একটি জারে জল ভরে তার মধ্যে এক টুকরো ফিটকিরি ফেলে দিন। রাত্রিবেলা বিছানার নীচে এই জলভর্তি জার রেখে দিন। পরের দিন সকালে এই জল অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক সুখের হয়। মনে করা হয় সংসারের যাবতীয় নেগেটিভ এনার্জি ফিটকিরি শোষণ করে নেয়।
