ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফিরছে ‘ঠিক যেন লাভ স্টোরি’ জুটি (Amar Sangi Upcoming Episode)। আবারও ছোটপর্দায় ফিরছে ‘ঠিক যেন লাভ স্টোরি’ (Thik Jeno Love Story) ধারাবাহিকের জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) আর সৈরিতি বন্দ্যোপাধ্যায় (Sairity Banerjee)। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ অনেক গুলো বছর। তারপরেও এই জুটিকে এখনও বাংলার দর্শক ভোলেনি। সবথেকে বড় কথা, এই ধারাবাহিক ছিল একটা প্রজন্মের কাছে ভালো লাগার আবেগ। সেই জুটি এবার ফিরছে, তবে একটু অন্যভাবে।
ফিরছে ‘ঠিক যেন লাভ স্টোরি’ জুটি (Amar Sangi Upcoming Episode)
সম্প্রতি নিশ্চয়ই দেখেছেন জি বাংলার ‘অমর সঙ্গী'(Amar Sangi) ধারাবাহিকে আসছে নিত্য নতুন মোড়। কাহিনীটি দর্শকদের মন জয় করে নিচ্ছে (Amar Sangi Upcoming Episode)। যেখানে মূল গল্পের আঙ্গিক রাজ (Raj) এবং শ্রী (Shree)- এর জীবনকে কেন্দ্র করে। তাদের প্রেম থেকে বিয়ে, তারপর সংসার জীবন। এসবের মাঝেও তারা কিভাবে তাদের প্রকৃত প্রেমকে টিকিয়ে রাখবে? চলছে সেই লড়াই। এবার রাজ আর শ্রীর মাঝে এন্ট্রি নিতে চলেছে নতুন আরেকটি চরিত্র। সেখানেই দেখা যাবে, সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে।
রাজ-শ্রীর ভালোবাসার সংসার (Amar Sangi Upcoming Episode)
শ্রীর পরিবার প্রভাবশালী। অপরদিকে রাজের পারিবারিক আর্থিক অবস্থা একেবারেই ভালো নয়। প্রথম থেকেই গল্পটা শুরু হয়েছিল একদম অন্যরকম ভাবে (Amar Sangi Upcoming Episode)। শ্রী যেমন তার ব্যক্তিগত জীবনের কথা রাজের থেকে লুকিয়ে ছিল। রাজও তার ব্যক্তিগত জীবনের কথা শ্রীকে বলেনি। রাজ প্রথমে ভেবেছিল, প্রভাবশালী পরিবারের মেয়ে শ্রী, তার ভালোবাসা ফিরিয়ে দিতে পারে। সত্যি লুকিয়ে বিয়ের পিঁড়িতে বসে যায়। যদিও বিয়ের আগে শ্রীকে রাজ সবটা বলে দেয়। শ্রী অবাক হয়েছিল ঠিকই। কিন্তু সবটা মেনে নিয়েছে। পুরোটাই ভালোবাসার খাতিরে।
আরও পড়ুন: Khadaan: দেবের সঙ্গে নতুন নায়িকাদের কাজ, বাজেট কমাতেই কি এমন প্ল্যানিং!
দুই পরিবারের মন জেতার চেষ্টা
এখন দুই পরিবারের মন জেতার লড়াই চালাচ্ছে রাজ আর শ্রী। শ্রী চাইছে রাজের পরিবারকে আপন করে নিতে। অপরদিকে রাজ চাইছে শ্রীর পরিবারকে আপন করে নিতে। শ্রীর কাঁধে এখন রাজের গোটা পরিবারের দায়িত্ব। এমনকি পাওনাদারদের দেনাও মেটাতে হচ্ছে তাকে। সাথে রয়েছে নিজেদের স্বপ্ন সত্যি করার লড়াই। একটু একটু করে নিজেদের স্বপ্নকে সত্যি করতে চাইছে রাজ-শ্রী। এখন সংসারে অনেক অর্থের প্রয়োজন। রাজের আগের চাকরিটা নেই। এর মাঝে দেখা গিয়েছে, রাজ জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক স্টান্ট করছে। বড় দুর্ঘটনার মুখে পড়ে সে।
আরও পড়ুন: Dui Shalik Upcoming Episode: বড়দিনে যমজ বোনের পর্দা ফাঁস, সবটা জেনে যাবে দেবা-গৌরব
ছোট পর্দায় ফিরছেন সৈরিতি
‘অমর সঙ্গী’ ধারাবাহিকের আগামী পর্বগুলো হতে চলেছে আরও ধামাকাদার। চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে রাজ। আর সেখানেই মুখোমুখি হবে এক মোহময়ী নারীর সঙ্গে। এই সুন্দরী লাস্যময়ী নারীটি হলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়। বহুদিন ছোট পর্দার আড়ালেই ছিলেন অভিনেত্রী। যদিও মাঝে তাকে বহু সিনেমা শুরু করে ওয়েব সিরিজে দেখা গিয়েছে। আবার নতুন করে তিনি ফিরতে চলেছেন ছোট পর্দায়। সম্প্রতি তাকে দেখে গিয়েছে, হইচই সিরিজের ‘কালরাত্রি’তে রাই চরিত্রে। এখন দেখা যাচ্ছে ‘অমর সঙ্গী’ ধারাবাহিকে। তাকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে।
গল্পে নতুন টুইস্ট
স্বাভাবিক ভাবেই ,আশা করা যায় গল্পে এখন আসতে চলেছে নতুন টুইস্ট। ধারাবাহিকের গল্প ত্রিকোণ প্রেমের কাহিনীর দিকে এগোবে কিনা, তা তো সময় বলবে। আপাতত এই চরিত্র নিয়ে খুব একটা খোলসা করে জানা যায়নি। তবে এটা ঠিক, রাজ আর শ্রীর মাঝে নতুন করে দূরত্ব তৈরি করতে পারে এই নতুন চরিত্রটি।