ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্রী অমরনাথজীর পবিত্র গুহার উদ্দেশ্যে বার্ষিক তীর্থযাত্রার প্রথম দল যাত্রা শুরু করল বুধবার ভোরে(Amarnath Yatra 2025)। জম্মুর ভাগবতী নগর বেস ক্যাম্প থেকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (LG) মনোজ সিনহা (Manoj Sinha) পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করেন। প্রথম দলে ৪৫০০-রও বেশি পুণ্যার্থী এই পবিত্র যাত্রায় অংশ নিয়েছেন বলে জানায় প্রশাসন।
এলজি সিনহা সংবাদমাধ্য়মকে কী জানিয়েছেন? (Amarnath Yatra 2025)
এলজি সিনহা সংবাদমাধ্যমকে জানান, “এ বছরের অমরনাথ যাত্রার জন্য উন্নত পরিকাঠামো এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে(Amarnath Yatra 2025)। জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি পুরো পথজুড়ে নজরদারি চালাচ্ছে।” তিনি আরও বলেন, “শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (SASB) ভক্তদের জন্য অত্যন্ত উন্নত ব্যবস্থা করেছে – থাকার জায়গা, স্বাস্থ্য পরিষেবা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবায় কোনও ত্রুটি থাকবে না।”যাত্রা শুরুর আগে এলজি সিনহা পুণ্যার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানান। তিনি বলেন, “এই তীর্থযাত্রা শুধুই ভ্রমণ নয়, এটি আত্মোপলব্ধির এবং বিশ্বাসের এক গভীর যাত্রা। ভগবান শিবের এই পবিত্র গুহায় যাত্রা যেন প্রত্যেক তীর্থযাত্রীর জন্য এক আত্মিক অভিজ্ঞতা হয়ে ওঠে।”
সন্ত্রাসের হুমকিকে উপেক্ষা করে তীর্থযাত্রীদের ঢল (Amarnath Yatra 2025)
সাম্প্রতিক সন্ত্রাসবাদী ঘটনার আশঙ্কা সত্ত্বেও তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহে কোনও ঘাটতি দেখা যায়নি। এলজি স্পষ্ট ভাষায় জানান, “সন্ত্রাসের ভয় দেখিয়ে এই বিশ্বাসকে রোখা যাবে না। হাজার হাজার ভক্ত দূরদূরান্ত থেকে এসে এই যাত্রায় অংশ নিচ্ছেন। এটাই প্রকৃত ভারতের চেতনা ও সংস্কৃতি।”

আরও পড়ুন: India US Trade Deal : ভারতের সঙ্গে ‘কম শুল্কে’ বাণিজ্যচুক্তির পথে আমেরিকা, আশাবাদী ট্রাম্প!
প্রশাসনের সমন্বয়ে উন্নত ব্যবস্থাপনা (Amarnath Yatra 2025)
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড, প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দফতর ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মধ্যে চমৎকার সমন্বয়ের কথা তুলে ধরে এলজি বলেন, “সব দফতর একসঙ্গে কাজ করছে, যাতে এই বছরের অমরনাথ যাত্রা আগের চেয়ে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও শান্তিপূর্ণ হয়। জম্মু শহর এখন যেন এক উৎসবের শহর।”

আরও পড়ুন: Sudden Death : কোভিড টিকা আর অকালমৃত্যুর কোনও যোগ নেই, জানাল আইসিএমআর-এমস যৌথ গবেষণা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা (Amarnath Yatra 2025)
যাত্রা সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনিক আধিকারিক, সেনা ও পুলিশের উচ্চপদস্থ কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকেরা(Amarnath Yatra 2025)। অনুষ্ঠানে উচ্ছ্বাস ও শ্রদ্ধার পরিবেশ ছিল চোখে পড়ার মতো। এই বছরের অমরনাথ যাত্রা শুধুমাত্র নিরাপত্তা ও পরিষেবার দিক থেকে নয়, আস্থা ও ভক্তির দিক থেকেও এক ঐতিহাসিক যাত্রা হয়ে উঠতে চলেছে। জম্মু ও কাশ্মীরের প্রশাসন এবং জনগণের একজোট প্রয়াসে এই তীর্থযাত্রা হতে চলেছে এক স্মরণীয় অভিজ্ঞতা।