Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অমরনাথ যাত্রা (Amarnath Yatra) চলাকালীন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে মৃত্যু হল এক তীর্থযাত্রীর। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিন জন। জম্মু ও কাশ্মীরের বালতাল রুটে এই দুর্ঘটনা ঘটেছে প্রবল বৃষ্টিপাত ও ধসের কারণে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত যাত্রা স্থগিত রাখা হয়েছে।
বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি (Amarnath Yatra)
গত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি (Amarnath Yatra) চলছে। এর জেরে অনেক পাহাড়ি এলাকায় ধস নামছে, রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে। বুধবার গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে প্রবল বৃষ্টির মধ্যে ধস নামলে, এক তীর্থযাত্রী পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান। সেই সময় তার পাশে থাকা আরও তিনজন গুরুতরভাবে আহত হন। তাদের দ্রুত চিকিৎসা শিবিরে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
ধসের কারণে তীর্থপথে জল ও কাদার স্রোত (Amarnath Yatra)
স্থানীয় সূত্রের খবর, ধসের কারণে তীর্থপথে জল ও কাদার স্রোত (Amarnath Yatra) নেমে এসেছে। বুধবার এক পর্যায়ে দুই তীর্থযাত্রী ওই প্রবল স্রোতে ভেসে যেতে বসেছিলেন। ভাগ্যক্রমে পাশে থাকা অন্যান্য যাত্রীরা সাহসিকতার সঙ্গে তাদের উদ্ধার করেন। বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) জানিয়েছে, ধস সরানোর কাজ শুরু হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রা বন্ধ থাকবে। এই ধরনের পরিস্থিতিতে যেকোনো সময় বড় বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছে প্রশাসন। তাই কিছু সময়ের জন্য যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বালতাল পথেই দুর্ঘটনা
প্রসঙ্গত, অমরনাথ যাত্রার দুটি প্রধান রুট রয়েছে-নুনওয়াল-পহেলগাঁও রুট, যা প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ এবং বালতাল রুট, যা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হলেও বেশি বিপজ্জনক এবং খাড়াই। দুর্ঘটনাটি বালতাল পথেই ঘটেছে, যা যাত্রীদের কাছে দ্রুততর পৌঁছানোর পথ হলেও প্রাকৃতিক দুর্যোগে এই রুটটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
আরও পড়ুন: Bangladesh News: গোপালগঞ্জে রণক্ষেত্র পরিস্থিতি, এনসিপি সমাবেশে হামলা, জারি কারফিউ
যাত্রার সময়সীমা পুনর্বিবেচনার সম্ভাবনা
এই বছর ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা, যা চলবে ৯ আগস্ট পর্যন্ত। এ বছর এখনও পর্যন্ত প্রায় দুই লক্ষ তীর্থযাত্রী এই পবিত্র যাত্রায় অংশগ্রহণ করেছেন। কিন্তু সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রা ফের চালু হবে না বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে। বৃষ্টিপাত ও ধসের প্রকোপ বজায় থাকলে ভবিষ্যতে যাত্রার সময়সীমা পুনর্বিবেচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।