ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফ্রিজ হল রোজকার জীবনে দারুণ প্রয়োজনীয় একটি যন্ত্র। গরমে ফ্রিজ খারাপ হয়ে গেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। রোজ কাজের চাপে রান্নাবান্নার সময় পান না, তাঁদের ক্ষেত্রে একদিন রান্না করে কয়েকদিন পর্যন্ত খাওয়া যায় ফ্রিজে রেখে। একইভাবে সারা সপ্তাহের বাজার করে ফ্রিজে মজুত করে রাখলেই কাজ শেষ। ফলে এই ফ্রিজের দৌলতে অনেক সহজ হয়েছে জীবন। তবে নিত্য ব্যবহারের ফলে খুব স্বাভাবিকভাবেই ফ্রিজ খুললেই দুর্গন্ধের(Fridge Odour)ঠেলায় অস্থির হতে হয়। সেক্ষেত্রে দুর্গন্ধযুক্ত ফ্রিজে খাবারদাবার রাখাও কিন্তু নিরাপদ নয়। অনেকের ফ্রিজ পরিষ্কার থাকলেও কিন্তু দুর্গন্ধ হয়। ফ্রিজের গন্ধ দূর করবেন কোন উপায়ে? রইল উপায় ।
ভিনিগার(Fridge Odour)
প্রায় সবার হেঁশেলে ভিনিগার থাকেই। ফ্রিজে দুর্গন্ধ(Fridge Odour)হলে তা দূর করতে ভরসা রাখতে পারেন ভিনিগারের উপর। এক কাপ জলে খানিকটা ভিনিগার আর কয়েকটা লেবুর টুকরো মিশিয়ে পাত্রটি ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ৪-৬ ঘণ্টা পর ফ্রিজ খুলে দেখবেন, গন্ধ একেবারে চলে গিয়েছে।

বেকিং সোডা(Fridge Odour)
ফ্রিজের গন্ধ(Fridge Odour) দূর করতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। এর ব্যবহারে দুর্গন্ধ কেটে গিয়ে সুগন্ধে ভরে উঠবে ফ্রিজ। একটি বাটিতে বেকিং সোডা ভরে ফ্রিজের এক কোণে রেখে দিন। দুর্গন্ধ দূর হবে সহজেই।

কফি
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কফি অত্যন্ত কার্যকর। একটি বাটিতে কফির গুঁড়ো ভরে ফ্রিজে রেখে দিন। এক দিন রেখে দিলেই দেখবেন, হাতেনাতে ফল মিলছে
আরও পড়ুন: Rasona Asan Episode 26: এই গরমে শরীর ঠাণ্ডা রাখতে বানিয়ে ফেলুন আমপোড়া শরবত।Ammpora Sharbat
ওটমিল
শুনে অবাক লাগতে পারে। কিন্তু এটি দুর্গন্ধ দূর করার অন্যতম সহজ উপায়। অ্যালুমিনিয়ামের বাটিতে ওটস নিয়ে ফ্রিজে রেখে দিন। দেখবেন দুর্গন্ধ দূর হবে।

আরও পড়ুন: Rasona Asan Episode 25: ভিন্ন ধরণের স্বাদে মুরগি পোস্ত, শিখে নিন রেসিপি | Murgi Posto Recipe
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে আপনি কোন পাত্রে খাবার রাখছেন সেটাও দেখতে হবে আপনাকে । ফ্রিজে খাবার রাখার সময়ে এমন পাত্রে ভরুন, যাতে বায়ু প্রবেশ করতে না পারে । এই উপায়টি মেনে চললে সহজে ফ্রিজে গন্ধ হবে না। তবে নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা অত্যন্ত জরুরি। সময়ের অভাবে অনেকেরই ফ্রিজ পরিষ্কার করা হয় না। সেটা করলে চলবে না। পাঁচ মিনিট হলেও সময় নিয়ে ফ্রিজ পরিষ্কার রাখুন। প্রতি দিন যত্ন না করলে ফ্রিজে গন্ধ হওয়া অস্বাভাবিক নয়।