আর কখনও চাপবেন না সাদা অ্যাম্বাসাডরে, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বাকরুদ্ধ গাড়ির চালক মহম্মদ ওসমান

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সর্বত্র যাতায়াতের সঙ্গী ছিল সাদা অ্যাম্বাসাডর। বলা যায়, বুদ্ধদেব ভট্টাচার্যের ব্র্যান্ড হয়ে গিয়েছিল সাদা ধুতি-পাঞ্জাবি ও সাদা অ্যাম্বাসাডর । জানুন বিস্তারিত...

আর কখনও চাপবেন না সাদা অ্যাম্বাসাডরে, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বাকরুদ্ধ গাড়ির চালক মহম্মদ ওসমান
থেমে গেল সেই সাদা অ্যাম্বাসাডরের চাকা

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝে নিয়েছো যে ঠাঁই। আচমকা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা। শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। বুদ্ধবাবুর প্রয়াণের খবর আসার পরই বৃহস্পতিবার সকাল থেকে ভিড় বেড়েছে তাঁর পাম অ্যাভিনিউর বাড়িতে। আর এই সবের মধ্যেই ঠায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাদা অ্যাম্বাসাডর। নিজের গোটা রাজনৈতিক জীবন এবং মন্ত্রিত্বে থাকাকালীন সব সময় এই গাড়িতেই চড়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর বোধহয় এই গাড়ির চাকা গড়াবে না। সাহেবের প্রয়াণে মুখে রা নেই! চোখ ছলচছল বুদ্ধদেবের দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী তথা গাড়ির চালক মহম্মদ ওসমানের।   

WB06 0002। সাদা রঙের অ্যাম্বাসাডর। তবে এটি আর পাঁচটা সাধারণ গাড়ির থেকে অনেকটাই আলাদা। এতে চড়তেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁর প্রয়াণে চিরতরে 'জগদ্দল'-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রয়ে গেলেন বুদ্ধদেবের ২৮ বছরের সারথী মহম্মদ ওসমান।

আরও পড়ুন: https://tribetv.in/Last-Tribute-to-Buddhadeb-Bhattacharjee-at-Assembly

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সর্বত্র যাতায়াতের সঙ্গী ছিল সাদা অ্যাম্বাসাডর। বলা যায়, বুদ্ধদেব ভট্টাচার্যের ব্র্যান্ড হয়ে গিয়েছিল সাদা ধুতি-পাঞ্জাবি ও সাদা অ্যাম্বাসাডর। ২০১৯ সালের শেষ ব্রিগেডেও বুদ্ধবাবুকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন ওসমানই। পার্ক সার্কাসের যে সরকারি আবাসনে বসে কথা হচ্ছিল, সেখানেই সপরিবার থাকেন রাজ্যের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দীর্ঘদিনের ‘সারথি’ মহম্মদ ওসমান। ১৯৮২ সাল থেকে বুদ্ধবাবুর গাড়ির স্টিয়ারিং সামলানোর দায়িত্ব তাঁর।

২০০০ সালের নভেম্বরে মুখ্যমন্ত্রী হওয়ার এক বছরের মধ্যে বাড়তি নিরাপত্তা পান বুদ্ধদেব ভট্টাচার্য। সেইসময় বুলেটপ্রুফ জিপ পেলেও তাঁর পছন্দ ছিল সেই সাদা অ্যাম্বাসাডর। তাঁর ‘০০১ সিরিজ়’-এর বুলেটপ্রুফ গাড়ির চালকও ছিলেন ওসমানই।

আরও পড়ুন:https://tribetv.in/West-Bengal-Former-CM-Buddhadeb-Bhattacharya-Passed-away-on-today

২০১১ সালের নির্বাচনে নিজের গড়েই পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। তখনই তিনি হারিয়েছিলেন নিজের মুখ্যমন্ত্রীর কুর্সিও। তাঁর চেয়ারে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তবে সরকারি চাকরি করলেও শাসকের কুর্সিতে বুদ্ধদেব ভট্টাচার্য না থাকায় চাকরি ছেড়েছিলেন ‘সারথি’ মহম্মদ ওসমান। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও গাড়ি চালাতে অস্বীকার করেন ওসমান। বৃহস্পতিবার, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন ওসমান। থেমে গেল ২০ বছরে সাদা অ্যাম্বাসাডরের চাকা।