Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : অবসরের হাওয়া এখন ভারতীয় ক্রিকেটে। একের পর এক অভিজ্ঞ ক্রিকেটার নিজেদের অবসর ঘোষণা করেছেন অল্প কয়েকদিনের মধ্যে। এবার সেই তালিকায় নাম লেখালেন আরও এক অভিজ্ঞ ক্রিকেটার (Amit Mishra)।
ইতি টানলেন ক্রিকেট কেরিয়ারের (Amit Mishra)
সম্প্রতি সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন পূজারা। দীর্ঘিদিনের ক্রিকেট কেরিয়ারে তিনি বহু ম্যাচে ভারতের হয়ে মাটি কামড়ে লড়াই করে গেছেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি অবসরের কথা জানানোর পর তার সমর্থকদের ও ক্রীড়াপ্রেমীদের মন ভেঙেছে। সেই রেশ কাটতে না কাটতেই আইপিএল থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। গত মরশুমের পর আর এই মরশুমে দেখা যাবে না তাকে। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন অমিত মিশ্র (Amit Mishra)।
বৃহস্পতিবার নিজের ২৫ বছরের ক্রিকেট কেরিয়ারের ইতি টানলেন ভারতের এই অভিজ্ঞ বোলার। জাতীয় দল থেকে বহুদিন বাইরে ছিলেন তিনি, তবে তিনি আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন। তবে এবার সব ধরণের ক্রিকেট থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ালেন অমিত মিশ্র। ২০২৪ সালে তাকে আইপিএযে শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়। নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত বলেই তিনি জানিয়েছেন (Amit Mishra)।

আরও পড়ুন: Rohit Sharma: ‘কতটা গেম টাইম পাবে সেটাই প্রশ্ন’, বললেন ইরফান পাঠান
অবসর প্রসঙ্গে তিনি জানিয়েছেন ‘২৫ বছরের এই ক্রিকেট কেরিয়ারে স্মরণীয় ঘটনা অনেক ঘটেছে। BCCI ও হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কৃতজ্ঞতা জানাতে চাই।’ অমিত মিশ্র ধন্যবাদ জানিয়েছেন সমস্ত সাপোর্ট স্টাফ, সতীর্থ এবং পরিবারের সদস্যদের, গোটা সময়টা জুড়ে তার পাশে থাকার জন্য।
অভিজ্ঞ এই ক্রিকেটার ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। অমিত মিশ্র বলেন, ‘বিশ্বের যে কোনও প্রান্তে, যখনই খেলতে গিয়েছি, পাশে পেয়েছি সমর্থকদের। ওদের কারণেই এই সফর এতটা স্মরণীয় হয়ে উঠেছে। ক্রিকেট থেকে পাওয়া অনেককিছু এবং মাঠে কাটানো প্রতিটা মুহূর্ত গোটা জীবনের সম্পদ হয়ে থাকবে তার কাছে বলেও জানিয়েছেন ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার (Amit Mishra)।