ট্রাইব টিভি বাংলা ডিজিটাল:মণিপুরে যখন ধাপে ধাপে চড়ছে অশান্তির পারদ, সেই আবহেই উত্তর-পূর্ব ভারত সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। টানা তিন দিনের সফর রাষ্ট্রমন্ত্রীর। তবে তাঁর সফরসূচিতে নেই মণিপুর (Manipur)! প্রায় দু’বছর ধরে গোষ্ঠী-সংঘর্ষে উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। এতদিনেও সেখানে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার উত্তর-পূর্ব ভারত গেলেও মণিপুরকে তালিকা থেকে বাদ দিয়েছেন শাহও! তাই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তরজা শুরু হয়েছে।
ব্যারাকের প্রথম দফার সংস্কারের কাজের উদ্বোধন শাহর(Amit Shah)
শুক্রবার রাতেই অসমের যোরহাটে পৌঁছান শাহ(Amit Shah)। সেখান থেকে যান গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে। জায়গাটি যোরহাটের ঠিক পাশেই। দেড়গাঁওয়ের লাচিত বারফুকান পুলিশ ব্যারাকে রাত্রিযাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাচিত বারফুকান পুলিশ ব্যারাকের প্রথম দফার সংস্কারের কাজ সম্প্রতিই শেষ হয়েছে। তার জন্য ব্যয় হয়েছে ১৬৭.৪ কোটি টাকা। শনিবার সকালে সেটির উদ্বোধন করেন শাহ। একই সঙ্গে দ্বিতীয় পর্বের সংস্কার কাজের শিলান্যাসও করেন। দ্বিতীয় পর্বের কাজের জন্য খরচ হবে ৪২৫.৪৮ কোটি টাকা।
শনিবারেই মিজোরামে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী(Amit Shah)
দেড়গাঁও-তে নিজের কর্মসূচি শেষে শনিবারেই মিজোরামে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সম্প্রতি মিজোরামের রাজধানী আইজল থেকে ১৫ কিলোমিটার দূরে জোখাওসাংয়ে অসম রাইফেলসকে স্থানান্তরিত করার কাজ শুরু করা হয়েছে। মিজোরামে গিয়ে সেই স্থানান্তরিত অনুষ্ঠানেই যোগ দেবেন শাহ। তারপর সন্ধ্যায় ফিরে আসবেন গুয়াহাটিতে।
আরও পড়ুন: Earthquake: জোরাল ভূমিকম্প হোলির ভোরে, কেঁপে উঠল উত্তর ভারতের একাংশ
বোরো ছাত্র সংগঠনের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন শাহ
শনির রাত গুয়াহাটিতে কাটিয়েই রবিবার অসমের দোতমার দিকে রওনা দেবেন তিনি। সেখানে আবার তুঙ্গে আয়োজন। বোরো ছাত্র সংগঠনের ৫৭ তম বার্ষিক সম্মেলন ঘিরে অসমের এই দোতমা এলাকায় এখন উৎসবের মরসুম। আর সেই উৎসবেই যোগ দেবেন শাহ। শুধুই স্বরাষ্ট্রমন্ত্রী নয়, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও।
আরও পড়ুন: Anorexia Nervosa: রোগা হতেই হবে, ৫ মাস ধরে শুধু জল খেয়েই মৃত্যু তরুণীর!
আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
বোরো অনুষ্ঠান সেরে দুপুরেই গুয়াহাটিতে ফিরবেন অমিত শাহ। সেখানে এসে উত্তর-পূর্ব ভারতের আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় ন্যয় সংহিতার সেই রাজ্যগুলিতে রূপায়ন নিয়ে বৈঠক সারবেন তিনি। তারপর রাতের দিকে ফের ফিরবেন নয়াদিল্লি। এক কথায়, শাহের সফরনামায় ঠাসা কর্মসূচি।