Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের কড়া বার্তা পাকিস্তানকে। ‘অপারেশন সিঁদুর’–এর সাফল্যের প্রেক্ষিতে বিএসএফের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোজাসুজি বলেন, “ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দিয়ে এসেছে পাকিস্তান(Amit Shah On Pakistan)। আর সেই কারণেই, যখন ভারত জঙ্গিঘাঁটিতে হামলা চালায়, তখন পাকিস্তান তা নিজেদের উপর আঘাত বলে মনে করে।”
শাহের অভিযোগ (Amit Shah On Pakistan)
অমিত শাহ দাবি করেন, “যে জঙ্গিদের ভারত ধ্বংস করেছিল, তাদের শেষকৃত্যে পাকিস্তানের সেনা আধিকারিকেরা উপস্থিত ছিলেন (Amit Shah On Pakistan)। এর থেকেই স্পষ্ট, ওদের সন্ত্রাসের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। পাক সেনা ও জঙ্গির মধ্যে যে আঁতাত রয়েছে, তা বিশ্বের সামনে ধরা পড়ে গিয়েছে।”
পহেলগাঁও কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’ (Amit Shah On Pakistan)
পহেলগাঁওয়ে নিরীহ মানুষদের পরিবার-পরিজনের সামনে খুন করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। ধর্মপরিচয় জিজ্ঞাসা করে যে নৃশংসতা চালানো হয়েছিল, তার জবাব হিসেবেই ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। শাহ বলেন, “আজ বিশ্ব ভারতীয় সেনার শৌর্য দেখে অভিভূত। এটাই নতুন ভারতের প্রতিক্রিয়া।”
মোদি সরকার আসার পর পরিবর্তন (Amit Shah On Pakistan)
অমিত শাহের (Amit Shah) মন্তব্যে উঠে আসে ২০১৪-র আগের ‘নির্বিকার’ অবস্থানের কথাও। তিনি বলেন, “পাকিস্তান বহু দশক ধরে ভারতকে রক্তাক্ত করছিল, অথচ সেই সময়ে ভারত তার যোগ্য জবাব দিচ্ছিল না। ২০১৪-য় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই বদল আসে। উরিতে জওয়ানদের আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। তার প্রত্যাঘাতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাক জঙ্গিঘাঁটি ধ্বংস করে সেনা। এটাই বদলে যাওয়া ভারতের চেহারা।”

প্রধানমন্ত্রী মোদীর হুঁশিয়ারি (Amit Shah On Pakistan)
শাহের বক্তব্যের আগের দিন রাজস্থানের বিকানেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভা থেকে বলেন, “পহেলগাঁও কাণ্ডে গোটা দেশ ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু যখন ‘সিঁদুর’ বারুদে পরিণত হয়, তখন তা কী ভয়াবহ হতে পারে, তা গোটা বিশ্ব দেখেছে। ভারতমাতার সন্তানরা বুক চিতিয়ে দেশরক্ষায় তৈরি।”

দেশবাসীর মন জেতার চেষ্টা (Amit Shah On Pakistan)
কূটনৈতিক মহলের মতে, নির্বাচনের আবহে জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ-বিরোধী অবস্থানকে সামনে এনে কেন্দ্র সরকার ফের একবার দেশবাসীর মন জিতে নিতে চাইছে (Amit Shah On Pakistan)। শাহ এবং মোদীর মন্তব্য একই রাজনৈতিক বার্তা বহন করে— ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দিলে কঠিন মূল্য দিতে হবে।পাকিস্তানের পক্ষ থেকে এখনও এই বক্তব্যের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ ফের চড়তে শুরু করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।