ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার নেতাজি ইডোরে এক (Amit Shah) বড় রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধীর সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন। তিনি ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে বলেন, সাম্প্রতিক সময়ে পেহলগাঁও-এ পাকিস্তানের পাঠানো সন্ত্রাসীদের হাতে নির্দোষ মানুষ হত্যার ঘটনা নিন্দনীয়। তিনি প্রশ্ন করেন, এই সন্ত্রাসীদের শাস্তি দেওয়া উচিত কি না এবং মোদী সরকার যে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে, তার মাধ্যমে ১০০ কিলোমিটার ভিতরে পাকিস্তানের জঙ্গি হেডকোয়ার্টার ধ্বংস করার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, এই অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে।
অপারেশন সিঁদুরের বিরোধিতা (Amit Shah)
শাহ আরও বলেন, “এ অপারেশনের পর মমতা বন্দ্যোপাধীর পক্ষ থেকে (Amit Shah) রাজনৈতিকভাবে অপারেশন সিঁদুরের বিরোধিতা করা হয়েছে, যা দেশের কোটি কোটি মা-বোনের ভাবাবেগের সঙ্গে খেলোয়াড়ি করা।” তিনি যুক্তি দেন, পূর্বে বাংলার লোকেরা সন্ত্রাসীদের হাতে মারা গেলেও তৎকালীন শাসকরা নিরব ছিল, কিন্তু এখন যখন কেন্দ্র সরকার সন্ত্রাস দমন অভিযানে সফল হয়েছে, তখন বিরোধীরা তা নিয়ে রাজনীতি করছেন।
শ’য়ে শ’য়ে বিজেপি কর্মীকে হত্যা! (Amit Shah)
শাহ আরও অভিযোগ করেন, “বাংলায় ভোটের সময় এবং দিদির জয়ের (Amit Shah) পর শ’য়ে শ’য়ে বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। এই অবস্থা মেনে নেওয়া যায় না। আমি স্পষ্ট বলছি, ২০২৬ সালে বাংলায় বিজেপির সরকার গঠন হবে এবং সেই সময় আমাদের কর্মীদের হত্যাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।” তিনি মমতা বন্দ্যোপাধীর কাছে আহ্বান জানিয়ে বলেন, “দিদি, সাহস থাকলে হিংসা ছাড়া নির্বাচন করিয়ে দেখান। বাংলার জনগণ আপনার জামানত জব্দ করে দেবে।”
শ্রদ্ধা জ্ঞাপন
সভায় শাহ বাংলা সংস্কৃতি ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিতে এসে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি।” একই সঙ্গে তিনি বাংলা আজ দুর্নীতি, অপরাধ, বোমা বিস্ফোরণ এবং হিন্দুদের সঙ্গে দুর্ব্যবহারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলেও দাবি করেন।

আরও পড়ুন: Amit Shah: কলকাতায় নতুন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব উদ্বোধন করলেন অমিত শাহ
শাহকে কালীমূর্তি উপহার
শাহ শুভেন্দু অধিকারীর প্রসঙ্গেও উল্লেখ করে বলেন, “আমার বন্ধু শুভেন্দু অধিকারী বাংলার বিধানসভায় এমন একজন বিরোধী দলনেতা, যাঁকে দিদি ভয় পান।” নেতাজি ইনডোরে অনুষ্ঠিত সভায় শাহের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভায় উপস্থিত নেতারা শাহকে একটি কালীমূর্তি উপহার দেন।